নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও তাতে কোনও প্রকার মত পরিবর্তন করেনি কুড়মিরা। তারা তাদের আন্দোলন জারি রেখেছে সেই সঙ্গেই তৃণমূলকে বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে পথে নেমেছেন আদিবাসী কুড়মি সমাজ। আজ কাঁসাই সেতুর কাছে পথ সভা করে আদিবাসী কুড়মিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী ক্ষমা চাইলেও তাতে কোনও প্রকার মত বদল হয়নি কুড়মিদের। আন্দোলন জারি রাখা সেই সঙ্গে তৃণমূলকে বয়কটের সিদ্ধান্তে অনড় হয়ে রয়েছেন কুড়মিরা। আজ সকালেও তৃণমূলের বিরুদ্ধে পথে নামে আদিবাসী কুড়মি সমাজ। পুরুলিয়া শহরের উপকন্ঠে কাঁসাই সেতুর কাছে পথ সভা করে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো। তিনি স্পষ্ট ভাষায় বলেন, মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এটা ভালো লেগেছে তাদের। তবে তাদের মূল দাবি নিয়ে অবস্থান স্পষ্ট নয় রাজ্য সরকারের।
এখনও পর্যন্ত সি আর আই রিপোর্ট রাজ্যের তরফে পাঠানো হয়নি। এজন্য তপশিলি উপজাতির নোটিফিকেশন হচ্ছে কুড়মি জাতির জন্য। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ক্ষমতাশীল তৃণমূলের বিরুদ্ধাচরণ করা হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। পুরুলিয়া জেলায় কুড়মি জনজাতির সংখ্যা লক্ষ্যনীয় ভাবে বেশি এই দাবী করে তিনি বলেন বেশ কয়েকটি এলাকায় ৪৫ শতাংশের বেশি কুড়মি রয়েছেন। তাদের ভোট ক্ষমতায় আসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতিতে কুড়মিদের ঘরে দেওয়াল লিখন নিষিদ্ধ করা হয়েছে কুড়মি সমাজের পক্ষ থেকে।
অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, "পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পর আমরা দুদিন ধরে একটি সার্বিক সম্মেলন করবো। এই সম্মেলনে সারা রাজ্য থেকে দশ হাজার প্রতিনিধি আসবে। এখানেই পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ভূমিকা ঠিক করবো আমরা। আমাদের দাবির প্রতি সহানুভূতি শুধু নয়, কোন রাজনৈতিক দল আমাদের দাবির পাশে সক্রিয় ভাবে কতটা দাঁড়াচ্ছে তা খতিয়ে দেখা হবে। দেখা হবে নেতারা নিজেদের দলের উর্ধ্বে নিজেদের জাতিস্বত্বাকে রাখছে কিনা"।
অজিত প্রসাদ মাহাতর বক্তব্য নিয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা জানিয়েছেন, যেকোন সমাজের নিজস্ব মতামত রয়েছে। এই মতামতকে স্বাগত জানাচ্ছি আমরা। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ভাবেই লড়াই করবো আমরা। এখানে সামাজিক নয় সাংগঠনিক ভাবে লড়াই হবে।সব সমাজের মানুষকে পাশে নিয়ে আমরা লড়বো। আমরা নিজেদের দায়িত্ব, কর্তব্য বজিয়ে রাখবো আমরা লড়বো সবাইকে পাশে নিয়ে আমরা এগোবো"।
জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া জানিয়েছেন, "কুড়মিদের জন্য বহু কিছু করা হয়েছে। স্থাপন করা হয়েছে কুড়মি ডেভলপমেন্ট বোর্ড। হয়েছে মানভূম কালচারাল একাডেমী। এই সমস্ত জায়গাতেই কুড়মিরা নিজেদের সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ পেয়েছেন। শিল্পী পেনশনের প্রাপকরাও বেশির ভাগ কুড়মি। কুড়মিরা অন্যান্য রাজ্যে থাকলেও শুধু মাত্র এই রাজ্যের সরকারই কুড়মিদের তপশিলি উপজাতি বলে চিঠি লিখে দিল্লিতে পাঠিয়েছে"।
মেয়রের হুঁশিয়ারি অমান্য করেই মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণের অভিযোগ
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি