নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: মুখ্যমন্ত্রীর জন্য বিধাননগরে হোম যজ্ঞের আয়োজন করেছেন নির্মল দত্ত। গতকাল নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের ঘটনায় মুখ্যমন্ত্রী গুরুতর আহত হয়েছেন। চোট লেগেছে পায়ে, মাথায়, বুকে, কোমরে ও ঘাড়ে। নেত্রী সুস্থ হয়ে হসপিটাল থেকে তাড়াতাড়ি যেন ফিরতে পারেন, এই প্রার্থনা করে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য নির্মল দত্ত যজ্ঞের ব্যবস্থা করেন। এই ঘটনার পর রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে সরব হয়েছে নেত্রীর অনুগামীরা।