নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি 'শেষের কবিতা', তারই অনুপ্রেরণায় নির্মিত জিৎ চক্রবর্তীর পরিচালনায় প্রথম ছবি 'শেষের গল্প'। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর কে,এছাড়াও রয়েছেন খরাজ মুখার্জি, পল্লবী চ্যাটার্জি ও কৃষ্ণ কিশোর মুখার্জি সহ অন্যান্য কলাকুশলীরা।
এদিন কলকাতার একটি নামী রেস্তোরায় তার প্রথম ঝলক এলো প্রকাশ্যে। ২০১৯ সালের ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল এই সিনেমাটির, যা করোনা পরিস্থিতির কারনে সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছিল।
তবে এবার সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০শে মে 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হতে চলেছে 'শেষের গল্প'। শেষের কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের না বলা অংশ নিয়ে তৈরি সিনেমা 'শেষের গল্প'।
সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, রবীন্দ্রনাথ ও অমিত এবং লাবণ্য হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের জুটির রসায়ন যে দর্শকদের মন কেড়ে নিতে বাধ্য তা আর বলার অপেক্ষা রাখে না।
'শেষের কবিতা' উপন্যাসের অমিত ও লাবণ্যের প্রবীণকালে আবার সাক্ষাৎ এবং তাদের একটি কাল্পনিক পুনর্মিলনের উপর নির্ভর করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প এবং এই গল্পের কেন্দ্রবিন্দু একটি বৃদ্ধাশ্রম।
সিনেমার অন্যতম অভিনেতা খরাজ মুখার্জি জানিয়েছেন, সমস্ত ছবি বিনোদনের জন্য তৈরি হয় না। এটি একটি আলাদা রুচিসম্পন্ন ছবি যা দর্শকদের আলাদা বার্তা দিতে চলেছে। অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে ছবিটি মুক্তি পেতে চলেছে, সেই নিয়ে আশাবাদী তিনি।
বিখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর অমৃতবাজারের মুখোমুখি হয়ে জানান, শেষের কবিতা উপন্যাস পড়ার পর থেকেই লাবণ্য চরিত্রে একটি বারের জন্য নিজেকে দেখার আকাঙ্ক্ষা ছিল তাঁর, এবং অমিত হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে ছাড়া আর কাউকেই ভাবতে পারতেন না তিনি। এতো বছর পর সেই অমিত ও লাবণ্যের পুনর্মিলন নিয়ে নির্মিত সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে লাবণ্য হিসেবে অভিনয় করতে পেরে যার পর নাই খুশি তিনি।
পরিচালক জিৎ চক্রবর্তীর কথায়, তার পরিচালিত প্রথম ছবিতেই সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্করের মতো তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অতুলনীয়।
অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তাঁর দৃঢ় সম্পর্ক এই কাজকে আরও সহজ করে তুলেছিল। ভালোবেসে ছবিটি তৈরি করার চেষ্টা করেছেন, তাই দর্শকদের ভাল লাগলে তার এই চেষ্টা সফল হবে বলেও জানান তিনি।
সব মিলিয়ে বলা যেতে পারে, বাংলা সাহিত্যের অন্যতম সেরা জুটি অমিত- লাবণ্য'র সম্পর্কের নতুন পরিণতি দেখার অপেক্ষায় রয়েছেন সকল চলচ্চিত্রপ্রেমী সহ সাহিত্যপ্রেমীরাও।
আগামী ১৩ ই জুলাই এই মামলার শুনানি
একটি ছোটখাট দুর্ঘটনা ঘটেছে , চিন্তা নেই আমি সঠিক পর্যবেক্ষণে আছি , অনুরাগীদের বার্তা শ্রীলেখার
দিয়াকে কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
এক নজরে দেখুন গোটা রথযাত্রার ইতিহাস
রথ যাত্রা শুরু পুরীতে নয় , আমাদের বাংলাতেও হয় - মমতা
হরমোনের ভারসাম্য বজায় রাখার ক্রমাগত লড়াই করতে হচ্ছে - শ্রুতি
টলিপাড়ায় গুঞ্জন , ভাঙা সম্পর্ক জোড়া লাগার ইঙ্গিত
প্যারিসের বিমান বন্দরের দীপিকার বিজ্ঞাপন
পুরুলিয়ার সিধু কানু বিরষা বিশ্ববিদ্যালয়েও হুল দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান
প্রশাসনের শত সতর্কতা সত্ত্বেও প্রতারণার ফাঁদে পা অভিনেতার
নাচ গানের মাধ্যমে হুল দিবসের মধ্যমনি সিধু কানুকে শ্রদ্ধা জ্ঞাপন
মহারাষ্ট্রে শেষ উদ্ধব অধ্যায় , খুশিতে ডগোমগো কঙ্গনা
'হিল জুতো নিয়ে তীব্র অস্বস্তি বোধ করি', অকপট নুসরাত
দলে থাকছে না বুমরা-পন্থ সহ একাধিক প্রথম সারির ক্রিকেটার
আর ১ দিনের অপেক্ষা , রথের প্রহর গুনছে গোটা দেশবাসী