মুক্তিসূর্য ক্ষুদিরাম, চণ্ডীতলা প্রম্পটার এই নতুন নাটক সকল নাট্যপ্রেমীদের নজর কাড়বে

নভেম্বর ১৬, ২০২৩ দুপুর ০২:৪২ IST
6555db467e361_IMG-20231116-WA0001


        ইন্দ্রজিৎ আইচ :   "ক্ষুদিরাম বসু " ভারতের স্বাধীনতা আন্দোলনের  প্রথম বিপ্লবী....যিনি এই আন্দোলন করতে গিয়ে সবথেকে কম বয়সে নিজের জীবন বলিদান দিয়ে ছিলো। ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গ আন্দোলনের হাত ধরে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা আনার বাসনায় উদ্বুদ্ধ বাংলার  বিপ্লবীকুলের প্রথম সদর্থক আঘাত বোধয় ১৯০৮ এর মজ‌‌:ফর পুরে। সেই আঘাতের কাঁপুনির ঢেউ এসে লগেছিল মেরুদন্ড হীনতার ধারাবাহিকতায় শীর্ষে থাকা বাংলার তথাকথিত বুদ্ধিজীবীদের হৃদয়েও।      

              পরাধীনতার বিরুদ্ধে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে যজ্ঞের অন্যতম দুই ঋত্বিক ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী। দুজনেরই আত্মোৎসর্গের শতবর্ষ অতিক্রান্ত। ব্রিটিশরাজ ও তার পাপোষ ভারতীয় শ্বাপদ বাহিনীর সাজানো আত্মহত্যার কাহিনী যে ভ্রান্ত আমরা যে প্রভুদের গেলানো ইতিহাস আজও রোমন্থন করে চলেছি। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকী কে যে ব্রিটিশ বাহিনী ও তাদের নন্দলালের মত ভারতীয় দাসেরা নিমর্ম ভাবে অত্যাচার করে গুলি করে হত্যা করেছিল সেই অজানা ঘটনারই তথ্য পূর্ণ দলিল এই নাটকে তুলে ধরার চেষ্টা করেছে চণ্ডীতলা প্রম্পটার। ক্ষুদিরাম বসু র জীবন কে কেন্দ্র করে চণ্ডীতলা প্রম্পটার তাদের নতুন নাটক " মুক্তিসূর্য ক্ষুদিরাম " মঞ্চস্থ করলো গত ৯ ই নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার্ভা থিয়েটার হলে। এই নাটকে ক্ষুদিরাম বসু র ছোটো থেকে বড় নানা বয়সের চরিত্রে দুরন্ত অভিনয় করেছেন অর্ণব পালুই, নীলাদ্রি রায়, সত্যম ঘোষ। সত্যেন বোস এবং কিংস ফোর্ড ও নরেন্দ্রনাথ উকিল এর চরিত্রে দারুন অভিনয় করেছেন অরূপ চৌধুরী, কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রদীপ রায়। পাশাপাশি নন্দলাল ব্যানার্জী ও অমৃতলাল এর ভূমিকায় আদিত্য নারায়ণ ভট্টাচার্য ও সমীর রায় এর অভিনয় ভালো লাগে। পাশাপাশি এই নাটকে ছোটদের অভিনয় সকল নাট্যমোদী দর্শকদের ভালো লাগবেই। মুক্তিসূর্য ক্ষুদিরাম নাটক টি লিখেছেন
চণ্ডীতলা প্রম্পটার এর কর্ণধার প্রদীপ রায়। শ্যামল সরকার এর নির্দেশনায় এক ঘন্টা চল্লিশ মিনিটের এই নাটকটি সকলের মন ভরাবে। তবে আরো অনুশীলনের প্রযোজনা আছে এই নাটকের কুশীলবদের। 
এই নাটকে অরূপ চৌধুরীর মেক আপ, বন্দন মিশ্র র সঙ্গীত, পূর্ণিমা মুখোপাধ্যায় এর পোশাক, চঞ্চল চৌধুরীর মঞ্চ সজ্জা, পলাশ দাসের আলো যথাযথ। এক কথায় এই নাটক
" মুক্তিসূর্য ক্ষুদিরাম " আগামী প্রজন্ম এর কাছে দেখার ও শেখার মতন এক ঐতিহাসিক নাটক এইটুকু বলতে পারি।

ভিডিয়ো

Kitchen accessories online