নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দিন যত যাচ্ছে ঘনিয়ে এসেছে পঞ্চায়েত নির্বাচন। সেই সঙ্গে রাজ্যজুড়ে তৈরি হচ্ছে উত্তপ্ত পরিস্থিতি। ফের এক চঞ্চল্যকর ঘটনা ঘটল মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায়। বোমা বিস্ফোরণের জেরে আহত মা সহ চার বছরের সন্তান। সাত সকালে ঘটা এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকালে ঠিক প্রতিদিনের মতো উঠোন ঝাড়ু দেওয়ার সময় একটি ড্রাম দেখতে পান ফুলসোড়া বিবি।এরপরই সেই ড্রাম সরাতে গেলে তৎক্ষণাৎ বোমা বিস্ফোরণ ঘটে। যার ফলে আহত হন সেই মহিলা, এছাড়াও তার সঙ্গে থাকা চার বছরের শিশু বালক। বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে।
তড়িঘড়ি তাদের উদ্ধার করে লালগোলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ,বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে, এই ঘটনা চাউর হতেই ঘটনাস্থলে ছুটে আসেন লালগোলা থানার পুলিশ। সমগ্র ঘটনা খতিয়ে দেখে তার তদন্ত শুরু করেছেন পুলিশ।
এই বিষয়ে আক্রান্ত ফুলসোড়া বিবি জানিয়েছেন, কে বা কারা তার বাড়ির উঠোনে ,,এই ড্রাম সহ বোমা রেখে গিয়েছিল তা তার জানা নেই। তবে এই ঘটনায় তার নাক, হাত সহ একাধিক জায়গায় আঘাত লেগেছে, সেই সঙ্গে তার ছেলে আহত হয়েছে । যার ফলে তীব্র আতঙ্কিত রয়েছেন তারা।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সোশ্যাল সিকিওরিটি অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার পদে ২৮৫৯ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
আগামী ৩০ দিন সম্পূর্ণ নির্জলা উপবাস থাকবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ
ডরো মাত স্লোগান তুলে অভিযান , পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত রাজভবন চত্বর
দুর্নীতিটাই তৃণমূলের কাছে নীতি , কটাক্ষ বিজেপি-সিপিএমের
লন্ডনে গুজরাতিদের মারার হুমকি খালিস্তানিদের
পরীক্ষার্থীদের সঙ্গে যুক্ত অবিভাবকও , গ্রেফতার ১
আগামী ৩১শে মার্চ থেকে শুরু আইপিএল
পাপ খন্ডাতে পুরীতে গেছে মুখ্যমন্ত্রী , বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে কোনও অভিযোগ নেই , আসলে মমতা বন্দ্যোপাধায় এই ষড়যন্ত্রের মূল , দাবি শুভেন্দুর
করোনার পর ১৬তম সংস্করণে ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
শৌচালয়ের টেন্ডার ঘিরে বচসা , রণক্ষেত্র চন্দ্রকোণা