নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া – সোমবারই নিয়োগ দুর্নীতি কাণ্ডে মুর্শিদাবাদের ৪ শিক্ষককে গ্রেপ্তার করা হয়। এবার মুর্শিদাবাদের পর বাঁকুড়া। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে বাঁকুড়ার সাত শিক্ষককে তলব করল সিবিআই। বুধবার সকাল ১১টায় নথি-সহ তাদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, ঘুষ দিয়ে বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ ইতিমধ্যেই মুর্শিদাবাদের চার শিক্ষকে গ্রেফতার করা হয়েছেন। যে ৭ শিক্ষককে তলব করেছে সিবিআই, তাঁরা বাঁকুড়ার শালতোড়া পশ্চিম, ওন্দা দক্ষিণ, বিষ্ণুপুর, রানীবাঁধ উত্তর, তালডাংরা পূর্ব, সারেঙ্গা ও বাঁকুড়া সদর পশ্চিম চক্রে কর্মরত। ২০২১ সালে চাকরি পেয়েছিলেন তারা। অভিযোগ, অর্থের বিনিময়ে বেআইনি নিয়োগ পেয়েছেন। সেই সূত্র ধরেই তাঁদের এবার ডেকে পাঠাল সিবিআই। বিভিন্ন জেলা থেকে এধরনের শিক্ষকদের তলব করছে সিবিআই। তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে।
এবার এই সাতজনকে তলব করল সিবিআই। তাদের বয়ান রেকর্ড করা হবে বলে খবর। তাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, মার্কশিট, কাস্ট সার্টিফিকেটের মতো কিছু নথি নিয়ে যেতে বলা হয়েছে। সিবিআই সূত্রে খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছেও ওই সাত শিক্ষকের বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি কাণ্ডে গতকাল মুর্শিদাবাদে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে ৪ শিক্ষককে। চারজনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।এবার তবে বাঁকুড়ার এই ৭ জন শিক্ষকের পালা সে প্রশ্ন উঠেছে।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর