নিজস্ব প্রতিনিধি, হাওড়া - মোটা টাকা হাতে নিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হলো তাপস সিংহ (৪৫) নামক এক ব্যবসায়ীর। হাওড়া সালকিয়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় একজন টেলারিং দোকান চালাতেন এবং জমির দালালির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ধুলাগরের কাছে ৬নম্বর জাতীয় সড়কের পাশ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে,সেখান থেকে ট্রাফিক পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই তার মৃত্যু হয়।
শুক্রবার সকালে তাপস বাবু বাড়ি থেকে বের হন একটি দেড় বিঘা জমির দালালির টাকা আনতে। তিনি বাস থেকে নেমে রানাহাটি মোড়ে নামার পর জমির মালিকের গাড়িতে করে আমতার দিকে রওনা হন। সেখানে জমি রেজিস্ট্রি করার পর দালালের দু'লক্ষ টাকা হাতে পেয়ে তিনি তাঁর স্ত্রীকে বিষয়টি জানান, এরপর বাড়ি ফেরার পথে তিনি বাসে চেপে কিছুক্ষণ অন্তর অন্তর তার স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তিনি জানান কয়েকজন লোক বাইকে চেপে তাকে অনুসরণ করছে। ঘটনায় ভয় পেয়ে ধুলোগোর মোড়ের কাছে ৬ নম্বর জাতীয় সড়কের সামনে সেই বাস থেকে নেমে পড়েন। সেখানে নেমে শেষবারের মতো স্ত্রীকে ফোন করার পর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এক পুলিশ কর্মী তার স্ত্রীকে ফোন করে জানান তার স্বামীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তড়িঘড়ি হাসপাতালে পৌঁছে তিনি দেখেন তার স্বামীর মুখ থেকে রক্ত ও ফেনা বের হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে তাপসবাবুর স্ত্রী অভিযোগ করে জানান, তাকে পাওয়ার পর তার কাছে দালালির ২ লক্ষ টাকা পাওয়া যায়নি, সেই টাকার লোভেই তার স্বামীকে রাসায়নিক স্প্রে করে খুন করা হয়েছে, এবং এই পরিকল্পনামাফিক খুনে আরও অনেকেই যুক্ত আছেন। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেন তাপসবাবুর স্ত্রী ও আত্মীয়রা।
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়