বিজেপি কর্মীর রহস্য মৃত্যু

এপ্রিল ০৬, ২০২১ দুপুর ০২:৫৩ IST
606c23b7c4fad_WhatsApp Image 2021-04-06 at 2.23.58 PM

নিজস্ব প্রতিনিধি, বীরভূম - বিধানসভার তৃতীয় দফা নির্বাচনে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে দুবরাজপুরে।

মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেড়া গ্রামে একটি পুকুর পাড় থেকে উদ্ধার হয় বিজেপি কর্মীর দেহ। ৩৭ বছর বয়সী পতিহার ডোম নামের, ব্যক্তির দেহ উদ্ধারের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে।

সোমবার রাতে বিজেপির বৈঠক সেরে বাড়ি আসার পর পতিহার-এর কাছে একটি ফোন আসায় তিনি বাইরে যান। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে মুখে ও গলায় আঘাতের ও রক্তের চিহ্ন সহ মৃতদেহ উদ্ধার করা হয় পুকুর পাড় থেকে।  

ভিডিয়ো

Kitchen accessories online