নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশেপাশে হলিউডেও নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। সোমবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে তাঁর ম্যানেজার অঞ্জুলা আচারিয়ার জন্মদিন পালন করেন অভিনেত্রী নিজে। প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসও উপস্থিত ছিলেন সেই জন্মদিনের পার্টিতে।
প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরি'তে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তাকে একটি সবুজ ওয়ান পিস পরে, হাতে করে একটি কেক নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে তাকে এবং তারপর কেকটিকে টেবিলের উপর রেখে ম্যানেজারের সঙ্গে ভাংড়া নাচ করতে শুরু করেন তিনি। এই ভিডিওটি সকলের সামনে আসতেই প্রশংসায় পঞ্চমুখ হন অনুরাগীরা।
প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে তাঁর প্রথম ওয়েব সিরিজ 'সিটাডেল'এর শ্যুটিংয়ে ব্যস্ত। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অত্যন্ত সক্রিয় তিনি, জীবনের প্রতিটি বিশেষ মুহূর্ত এভাবেই তিনি শেয়ার করে নেন তাঁর ভক্তদের সঙ্গে।