নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২বার ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ক্যানসার মুক্ত হয়ে কাজেও যোগদান করেছিলেন তিনি। এবছরের মহালয়ার বিশেষ অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। ভাগাড় নামের একটি ওয়েব ছবিতেও কাজ করেছেন। এমনকি একাধিক রিয়্যালিটি শোতেও অংশ নিয়েছিলেন। কিন্তু, ১ নভেম্বর আচমকা ব্রেন স্ট্রোক হয় তার। তারপর থেকে লড়াই করে চলেছেন তিনি। গোটা বাংলাও তার জন্য প্রার্থনা করছে। তবে অবশেষে ২০ দিনের লড়াই শেষে প্রয়াত হলেন তিনি।
জীবনের শুরুটা খুব সুন্দর ভাবে করেছিলেন অভিনেত্রী। ১৯৯৮-এর ৫ ফেব্রুয়ারি জন্ম ঐন্দ্রিলা শর্মার। বহরমপুরের উচ্চবিত্ত পরিবারেই জন্ম ঐন্দ্রিলা শর্মার, মা শিখা শর্মা নার্সিং হস্টেলের ইনচার্জ, আর বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদের পাঁচগ্রাম হাসপাতালের চিকিৎসক। বহরমপুরে নিজের বাড়িতে বসবাস করতেন অভিনেত্রী।ছোট থেকে ঐন্দ্রিলা শর্মা নাচ শিখেছেন , নাচে তিনি যথেষ্ট পারদর্শী। আবৃত্তিও শিখেছেন ঐন্দ্রিলা।
তবে যখন তিনি একাদশ শ্রেণিতে পড়তেন ঠিক সে বছরে অর্থাৎ ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি তার জন্মদিনের দিন তিনি জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার।ঐন্দ্রিলা জেনেছিলেন তার অস্থি মজ্জায় মারণ রোগ বাসা বেঁধেছে। তারপরই লড়াই শুরু হয় ঐন্দ্রিলার। তখন তিনি বহরমপুরেই থাকতেন।
মেয়েকে দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যান বাবা-মা। চিকিৎসকরা জানিয়ে দেন ঐন্দ্রিলার হাতে বেশি সময় নেই। এরপরে একের পর এক কেমো, ইনজেকশন শুরু হয়। শরীর যেন ক্রমশ কুঁকড়ে যাচ্ছিল। দীর্ঘ লড়াইয়ের পর তবে ২০১৬ সালে সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা শর্মা। এরপর উচ্চমাধ্যমিকের পর কলকাতা একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা।তবে শারীরিক কারণেই পড়াশোনা শেষ করে উঠতে পারেননি ঐন্দ্রিলা।
২০১৭, 'ঝুমুর' ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে কাজ করা শুরু করেন তিনি। সেই ধারাবাহিকে ঐন্দ্রিলার বিপরীতে ছিলেন অভিনেতা সব্যসাচী চৌধুরী, সেখান থেকেই তাদের বন্ধুত্ব, পরে সেই বন্ধুত্ব প্রেমে বদলে যায়। ঝুমুর ধারাবাহিক শেষ হওয়ার পর ঐন্দ্রিলা শর্মাকে দেখা যায় 'জিয়ন কাঠি' ধারাবাহিকে। এই বাংলা ধারাবাহিকের হাত ধরেই ধীরে ধীরে জনপ্রিয়তা পান ঐন্দ্রিলা।
২০২১ সাল পর্যন্ত টানা পাঁচ বছর বেশ ভালোই কাটছিল ঐন্দ্রিলা শর্মার। ততদিনে ঐন্দ্রিলার অভিনয় জীবনও শুরু গিয়েছে, তাই বেশ ভালোই কাটছিল। ২০২১-এর ফেব্রুয়ারি হঠাৎই ডান কাঁধে যন্ত্রণা শুরু হয়। ভেবেছিলেন হয়তে ভুলভাবে শোওয়ার দোষে ব্যথা হচ্ছে, তারপর জানা যায়, ডান ফুসফুসে ১৯ সেন্টিমিটারের একটি টিউমার রয়েছে, ফের ক্যানসার।
আবারও শুরু হয় কেমো, সেই যন্ত্রণা। সেই যুদ্ধেও লড়াই করে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। আবারো অভিনয় জগতে কখনো মহালয়া ,কখনো কোন রিয়ালিটি শো ইত্যাদিতে টিভির পর্দায় প্রতিনিয়ত দেখা গেছে ঐন্দ্রিলাকে।
এমনকি সম্প্রতি ক্লিকের 'ভাগার' ওয়েব সিরিজে অভিনয় করছিলেন ঐন্দ্রিলা। এই সিরিজে ঐন্দ্রিলার সঙ্গে দেখা যায় সব্যসাচীকেও। ঐন্দ্রিলা তার জীবনযুদ্ধের লড়াইয়ে সবসময় পাশে পান বন্ধু, প্রেমিক, অভিনেতা সব্যসাচী চৌধুরীকে। সর্বক্ষণ ঐন্দ্রিলার পাশে পাশে থাকতে দেখা যায় তাকে। এমনকী সম্প্রতি যে কদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সারাক্ষণ হাসপাতালে তাঁর পাশে থেকেছেন সব্যসাচী।
দুবার মারণরোগ ক্যান্সারকে হারিয়ে অবশেষে ১নভেম্বর ব্রেন স্টোক ।অস্ত্রোপচারের ১০ দিন পরে আবার মাথার বাঁদিকে একটি স্ট্রোক হয় ঐন্দ্রিলার। এরপরে ডানদিকে আরও একটি স্ট্রোক হয় ঐন্দ্রিলার। অন্যান্য হাসপাতাল থেকে চিকিৎসকেরা আসেন, কিন্তু উন্নতি হয়নি তরুণী অভিনেত্রীর স্বাস্থ্যের।
১৭ তারিখ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। সিপিআর দিয়ে সেই পরিস্থিতির সামাল দেওয়া হয়। এরপর শনিবার সন্ধ্যায় ফের কার্ডিয়াক অ্যারেস্ট-এ আক্রান্ত হন ঐন্দ্রিলা। পরিস্থিতি খারাপ হতে থাকেন তখন থেকেই। শনিবার রাতে পর পর ১০ বার হার্ট অ্যাটাক হয় ঐন্দ্রিলার।
রবিবার দুপুরে আর লড়াই করতে পারলেন না ঐন্দ্রিলা। দুবারের মতো তৃতীয়বার আর ফেরা হল না ফিনিক্স পাখি হয়ে। সকলকে স্তদ্ধ করে , প্রেমিক সব্যসাচীকে ছেড়ে চির বিদায় নিয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা।
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের