নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - রাজ্যে খুন, ধর্ষণ, অপহরণ লেগেই রয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও এই ধরনের ঘটনার সাক্ষী হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলা। এবার প্রেমের ফাঁদে ফেলে নাবালিকাকে অপহরণ। নবম শ্রেণীতে পাঠরতা এক নাবালিকাকে অপহরণ করল শিবু কর্মকার নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কোটশিলা থানা এলাকায় ।
সূত্রের খবর , গত ১৫ই জুলাই পুরুলিয়ার কোটশিলা থানা এলাকার এক নবম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে পালিয়ে যায়। তাকে ফুসলিয়ে পালিয়ে নিয়ে যাবার অভিযোগ উঠল শিবু কর্মকার নামের এক যুবকের বিরুদ্ধে। মেয়েটির বাবা প্রথমে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে মেয়ের কোন খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়। এরপর ঘটনার তদন্তে নামে কোটশিলা থানার পুলিশ। কোটশিলা থানার পুলিশ রঘুনাথপুর থানা এলাকার চরণ বাঁধ এলাকা থেকে গ্রেফতার করে ওই যুবককে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে আজ মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ঘটনায় পুলিশ ওই যুবক ও নবম শ্রেণীর ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে আসে।
নবম শ্রেণীর ছাত্রীর বাবা বলেন, “গত ১৫ই জুলাই আমার নবম শ্রেণীর পাঠরতা মেয়েকে নিয়ে ভুলিয়ে ফুসলিয়ে পালিয়ে যায় শিবু কর্মকার নামে ওই যুবক। নিয়ে গিয়ে তার বাড়িতেই রেখেছিল ।আমরা পরে বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল ওই যুবককে ধরে আনে এবং আমার মেয়েকে উদ্ধার করে।”
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের