নিজস্ব প্রতিনিধি, কলকাতা - করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছিল নবান্ন। বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর বিধিনিষেধে শিথিলতা দিলেও তা পুরোপুরি তুলে নিতে রাজি নয় রাজ্য সরকার। তাই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। সেইসঙ্গে রাতের শহরে বিধিনিষেধ পালনে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত শহরে যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে সেই বিধিনিষেধ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না। বিশেষত হোটেল রেস্টুরেন্ট গুলোর বিরুদ্ধে বিধিনিষেধ ভঙ্গের অভিযোগ উঠেছে। তাই নয়া নির্দেশিকায় নাকা চেকিংয়ের পাশাপাশি আবগারি দফতরকেও রাতের শহরকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নির্দেশ দিয়েছে নবান্ন।
প্রসঙ্গত মঙ্গলবারই রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যেভাবেই হোক রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত শহরে জারি থাকা বিধিনিষেধ যেন কড়া হাতে কার্যকর করা হয়। তারপরই বৃহস্পতিবার নবান্নের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে রাতের শহরকে নিয়ন্ত্রণে আনতে নাকা চেকিংয়ের পাশাপাশি আবগারি দফতরকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।