মমতার ধর্নাকে কটাক্ষ নাড্ডার

এপ্রিল ১৩, ২০২১ রাত ১১:৩৪ IST

নিজস্ব প্রতিনিধি, নদীয়া - মঙ্গলবার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে দক্ষিণবঙ্গে রোড শো নাড্ডার। পূর্ব বর্ধমান জেলায় জোড়া রোড শো করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যোগদান করেন নদীয়া জেলার হরিণঘাটা রোড শো-তে।

হরিণঘাটাতে, পুষ্প দ্বারা সুসজ্জিত ট্যাবলোতে চেপে, বেলুন এবং দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত রাস্তায়, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রোড শো করেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে ঘিরে তুমুল উত্তেজনা ছিল জনসাধারণের মধ্যে।

মমতা ব্যানার্জির ধর্না প্রসঙ্গে, হরিণঘাটা রোড শো-তে জেপি নাড্ডা জানিয়েছেন, “মমতা ব্যানার্জি প্রশাসনে থাকলেও তার সিস্টেম কখনই মেনে চলতে শেখেননি। কিন্তু উনি বুঝতে পেরেছেন তাঁর হাত থেকে সুযোগ চলে গিয়েছে।” 

ভিডিয়ো

Kitchen accessories online