খণ্ডঘোষে নাড্ডার জমজমাট রোড শো

এপ্রিল ১৩, ২০২১ রাত ১১:৩৩ IST
6075a20d92267_JP-Nadda-Road-Show

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান -  মঙ্গলবার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলায় জোড়া রোড শো নাড্ডার। কালনাতে রোড শো  করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা যোগদান করেন খণ্ডঘোষ রোড শো-তে। 

খণ্ডঘোষ রোড শো সেজে উঠেছিল বিভিন্ন রকম নাচ, গান, বাজনা প্রভৃতি অনুষ্ঠান কর্মসূচি দ্বারা। পুষ্প দ্বারা সুসজ্জিত ট্যাবলোতে চেপে, বেলুন এবং দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত রাস্তায়, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রোড শো করেন জে পি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বার্তা শুনতে, দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় করেছিলেন খণ্ডঘোষ রোড শো-তে।  

ভিডিয়ো

Kitchen accessories online