নিজস্ব প্রতিনিধি,বীরভূম- গতকাল থেকেই বীরভূমের একাধিক এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হন এবং এই সকল ঘটনাতেই অভিযোগের আঙুল উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিওবা তৃণমূল, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং প্রার্থী নিয়ে দ্বন্দ্বকেই দায়ী করেছে এই সকল ঘটনার জন্য।
গতকাল নানুরের বিজেপি প্রার্থী তারকেশ্বর সাহার সমর্থনে মিছিল করার সময়, বাসাপাড়া গ্রামে তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকেরা জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এরপর রাতে ওই মিছিলে অংশগ্রহণ করার অপরাধে বাসাপাড়া সংলগ্ন হাটসেরান্দি, সুচপুর, কুড়গ্রাম, লেইলিপাড়ার পাশাপাশি একাধিক গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় বলে অভিযোগ বিজেপির। বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করার অভিযোগ উঠে এসেছে। বাড়ির উঠোনে তাজা বোমা, বোমার সুতলি পরে থাকতেও দেখা যায়।
এর পাশাপাশি বিজেপি কর্মী-সমর্থকদের লাঠি, লোহার রোড দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগও এসেছে শাসকদলের বিরুদ্ধে। বিজেপির বেশকয়েকজন কর্মী গুরুতরভাবে জখম অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। যদিও এইসব অভিযোগই অস্বীকার করেছে শাসকদল।
অন্যদিকে গতকাল রাতে সিউড়ি ২ নং ব্লকের পুরন্দরপুর এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাংচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে এলাকার তৃণমূল নেতৃত্ব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছে।
প্রসঙ্গত, বীরভূমের মুরারী বাজার এলাকায় গতরাতে আক্রান্ত হন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি এদিন একটি মন্দিরে প্রণাম করে বাড়ি ফেরার পথে ১০ জন দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হন। আক্রান্ত ওই বিজেপি নেতা দাবি করেন, বিজেপি করার অপরাধে তাঁকে মারধর করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মুরারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছেন।
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর
চুরি করার সময় অভিযুক্ত শিকক্ষকে হাতে নাতে ধরে তীব্র বিক্ষোভ দেখান অভিভাবকরা , পরিস্থিতি সমাল দিতে ছুটে আসলো বনগাঁ থানার পুলিশ
মহালয়া থেকে কালীপুজো পর্যন্ত স্বপ্নেও ছুটির কথা ভাবা যাবে না , নির্দেশ তৃণমূলের
ঘাতক বাসে ভাঙচুর চালিয়ে আগুন লাগলো ক্ষিপ্ত জনতা , পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী
আগামী ৩ রা অক্টোবর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে
চাকরি পাইনি , কবে সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত পাবো , তৃণমূল নেতাকে কলার ধরে জিজ্ঞাসা , ভাইরাল ভিডিও
ঘটনার প্রতিবাদে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি নিরুপম রায়ের বাড়ি ঘেরাও বিজেপির
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী
আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে , আশ্বাস পুরসভার
প্রতারণা কাণ্ডে ইসলামপুর ও চোপড়া থেকে গ্রেফতার করা ২ জনকে জিজ্ঞাসাবাদ করে নয়া তথ্য পেল পুলিশ