নিজস্ব প্রতিনিধি , ঢাকা - নারী শক্তিকে প্রথম অগ্রাধিকার দিয়েই বাংলাদেশ 'স্মার্ট সিটি' হিসেবে নিজেকে বিশ্বের সম্মুখে উন্মোচন করতে চায়। তাই সরকার নারী সমাজকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রবিবার সন্ধ্যায় আয়োজিত একটি সভায় এই বক্তব্য রেখেছেন দেশের প্রধানমন্ত্রী।
সূত্রের খবর , গতকাল সন্ধ্যায় এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন কাউন্সিল অব প্যাট্রনসের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। তাদের সম্মুখীন হয়েই প্রধানমন্ত্রী এই বিষয়টি জানিয়েছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর চেরি ব্লেয়ার। এরপরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
শেখ হাসিনা জানান, নারী সমাজকে মূলধারায় সম্পৃক্ত করে উন্নত দেশ গড়ার কাজ করছে সরকার। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব। ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উন্নীত হবে। আমরা আরও এগিয়ে যাব। সেটা মাথায় রেখেই আমরা আমাদের সমস্ত উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করছি। যেকোনো দেশের উন্নয়নের জন্য নারী শিক্ষা অপরিহার্য। সবার জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, এইউডব্লিউ প্রতিনিধি দলকে এমন শিক্ষাক্রম প্রণয়ন করতে বলেন- যা শিক্ষার্থীদের উদ্যোক্তা ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে। পাশাপাশি সরকার রোহিঙ্গা শিশুদের তাদের নিজ ভাষায় শিক্ষার ব্যবস্থা করেছে বলেও জানান শেখ হাসিনা।
এছাড়াও বৈঠকে আফগানিস্তানের প্রসঙ্গ এলে তিনি বলেন, ইসলামের নামে নারীদের শিক্ষা বন্ধ করার কোনো সুযোগ নেই। ইসলাম সর্বদা নারী ও পুরুষের সমান অধিকারের কথা বলে। অথচ, বর্তমান আফগান সরকার জোর করে নারী শিক্ষা বন্ধ করে দিচ্ছে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।