নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নাটক করার অপরাধে নাট্য দলের স্রষ্টাকে মধ্যরাতে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জেলার শাসক দলের বিরুদ্ধে। এমনকি স্রষ্টার ৭৬ বছর বয়সী পিতাকেও মারধর করা হয় বলে উঠছে অভিযোগ। ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি ছড়িয়েছে নদীয়া রানাঘাটে। আক্রান্ত নাট্য দলের প্রতিষ্ঠাতা নিরুপম ভট্টাচার্য ও তার পিতার নাম নৃপেন্দ্রনাথ ভট্টাচার্য।
সূত্রের খবর, সম্প্রতি বিপ্লবী কবি ও সাহিত্যিক ভারভাড়া রাও রচিত কসাই কবিতা অবলম্বনে রচিত নাটক কসাই নাটকটি নিরুপম ভট্টাচার্যের উদ্যোগে পরিবেশন করেছে সৃজক নাটদল। এই নাটকে দেখানো হয়েছে রাষ্ট্রীয় নিপীড়নের কথা। অভিযোগ, রাষ্ট্রীয় নিপীড়নের বিষয়টি তুলতে নাটকের স্রষ্টার উপর হামলা করে তৃণমূল কর্মীরা। সে হামলাকারীদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য।
ঘটনার বিষয়ে আক্রান্ত নাটকের স্রষ্টা নিরুপম ভট্টাচার্য বলেন,'গত ৯ তারিখ রাত আনুমানিক সাড়ে এগারোটা বাড়িতে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী প্রথমে কথা বলার অজুহাতে ঢোকে। তারপর নাটক সম্পর্কে নানারকম জিজ্ঞাসাবাদ করতে থাকে। জিজ্ঞাসাবাদের মধ্যেই তারা বলতে থাকে রানাঘাটে থেকে এসব নাটক করা যাবেনা। আর তাই রাত সাড়ে এগারোটা থেকে প্রায় রাত দুটো অব্দি তারা হুমকি দেয়। শুধুমাত্র আমাকে নাই আমার ৭৬ বছর বয়সী বাবাকেও হুমকি দিয়েছে তারা।
তিনি আরো বলেন,'এরপরই ১০ তারিখ সকালে রানাঘাট থানায় অভিযোগ জানালেও সেই অভিযোগ থানা গ্রহণ করেনা। থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে প্রায় পাঁচ বার লিখিত করে জমা দিলেও তারা প্রথমে নিতে চায়নি অভিযোগ। পরে অর্থাৎ ১১ তারিখ এপিডিআর কৃষ্ণনগর শাখা ও অন্যান্য নাট্যদলের কর্মীরা থানায় গেলে অভিযোগ নিতে বাধ্য হয় পুলিশ। শুধু আমার উপরই নয় আমার বেশ কয়েকজন নাট্যকার বন্ধুর উপরও একইভাবে হামলা চালানো হয়েছে'।
যদিও সকল অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য বলেন,' আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ করছে সে সবই মিথ্যে। কারণ নাটকের স্রষ্টা নিরূপম ভট্টাচার্য এলাকায় ভদ্রলোক বলেই পরিচিত। তিনি নাটক করার জন্য একাধিকবার আমাদের পার্টি অফিস ব্যবহার করেছেন। অনেক সময় এমনও হয়েছে যে তাদের নাটকের জায়গা অপরিষ্কার ছিল সেটা পঞ্চায়েতে জানালে আমরা নিজে গিয়ে সেই জায়গা পরিষ্কার করেছি। তবে কয়েকদিন আগে তার বউ অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ায় তিনি মানসিক দিক থেকে ভেঙে পরেছেন। শুধু আমাদের সঙ্গে নয় পরিবারের সদস্যদের সঙ্গেও খুব বাজেভাবে ব্যবহার করেন তিনি। সুতরাং তিনি মানসিক ভারসাম্য হারানোর কারণে অযথা মিথ্যা কথা বলছেন'।
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়