নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ – রবিবার থেকে মঙ্গলবার। খলনায়ক বৃষ্টির জন্য প্রায় ৩ দিন ধরে চলল টি-টোয়েন্টি ম্যাচ। আইপিএলের ফাইনালে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয় চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। ৫ উইকেটে জয় পেল চেন্নাই। এই নিয়ে পাঁচ বার আইপিএল ট্রফি ঘরে তুলল সিএসকে। মুম্বাইকে ছুঁয়ে ফেলল ধোনি বাহিনী।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্ৰথমে ব্যাট করতে নেমে বাইশ গজে ঝড় তোলেন গুজরাতের দুই ওপেনার। শুভমন গিল ২০ বলে ৩৯ রান ও ঋদ্ধিমান সাহা ৩৯ বলে ৫৪ রান তোলেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে সাই সুদর্শন শাসন করে গেলেন চেন্নাইয়ের বোলারদের। তিনি ৪৭ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১২ বলে ২১ রান তুলে অপরাজিত ছিলেন।
রশিদ খান রানের খাতা খুলতেই ব্যর্থ। চেন্নাইয়ের হয়ে দীপক চাহার ১ টি, মাতিসা পাথিরানা ২ টি ও রবীন্দ্র জাডেজা ১ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান তোলে গুজরাত। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন চেন্নাইয়ের দুই ওপেনার। তবে তাদের জুটি ভাঙেন আফগান তারকা নুর আহমেদ। এক ওভারেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান নুর আহমেদ। ঋতুরাজ গায়কোয়াড় ১৬ বলে ২৬ রান ও ডেভন কনওয়ে ২৫ বলে ৪৭ রান তোলেন।
তিন নম্বরে ব্যাট করতে নেমে শিবম দুবে ২১ বলে ৩২ রান তুলে অপরাজিত ছিলেন। অজিঙ্কা রাহানে ২৭(১৩) রান ও আম্বতি রায়াডু ১৯(৮) রান তোলেন। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি প্রথম বলেই ক্যাচ আউট হয়ে ফিরে যান। রবীন্দ্র জাডেজা ৬ বলে ১৫ রান তুলে অপরাজিত ছিলেন। গুজরাতের হয়ে নুর আহমেদ ২ টি, মোহিত শর্মা ১ টি করে উইকেট নেন। ১৫ ওভারে (ডিএলএস পদ্ধতি) ৫ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে জয়ের হাসি হাসল চেন্নাই।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে