নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - শিশু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত নবোদয় বিদ্যালয়ের বিরুদ্ধে এবার লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠে এলো ওই স্কুলেরই রসায়নের শিক্ষকের বিরুদ্ধে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন অভিযোগকারী কমলেশ্বর অধিকারী।
নবোদয় বিশ্ববিদ্যালয়ের শিশু পাচার কাণ্ডের সঙ্গে যুক্তের পাশাপাশি আবারও এই লক্ষ টাকার প্রতারণার ঘটনাতেও জড়িয়ে আছেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ কেকে রাজোরিয়া,সঙ্গে রসায়ন শিক্ষক। স্থানীয় এক যুবককে স্কুলে ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আড়াই লক্ষ টাকা আত্মসাৎ করেন জামশেদ আলি ও কেকে রাজোরিয়ার। টাকা দেওয়ার দীর্ঘদিন পরও চাকরি পাননি তিনি। শুধু তাই নয় এর আগেও এলাকার বেশ কয়েকজন যুবক অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ তুলেছিলেন। শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর। কিন্তু বাঁকুড়ার কালপাথর এলাকায় সেই শিক্ষকদের বিরুদ্ধেই উঠে এসেছে শিশু পাচারের পাশাপাশি লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। বেশ কদিন আগেই পুরুলিয়ার জওহর নবোদয় বিদ্যালয়ের সামনে থেকে শিশু পাচার করার সময় হাতেনাতে ধরা পড়েছিল স্কুলের অধ্যক্ষ সহ শিক্ষক,শিক্ষিকারা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের এক মহিলার কাছ থেকে ১ লক্ষ ৭৬ হাজার টাকায় তিন শিশুকে কেনা হয়। যেখানেই দুর্গাপুরের মহিলা শর্ত রাখেন দুই কন্যা সন্তানকে কিনলে তবেই পুত্র সন্তানকে বিক্রি করবেন। ঠিক সে মতো করেই দুই শিশু কন্যাকে নিজের কাছে রেখে দেন অধ্যক্ষ। এরপরই পুত্রসন্তানকে কিনে নেন সহকর্মী শিক্ষিকা ও তার স্বামী তবে এ ঘটনায় জড়িয়ে গিয়েছে রাজনীতিও।
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে
গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বালুরঘাট থানার এসআই সুকুমার রায়