নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ – থানায় নিয়ে গিয়ে লকআপে পিটিয়ে মারার অভিযোগ নবগ্রাম থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। আর্মি ক্যাম্পে চুরির অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। সেখানেই তার মৃত্যু হয়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের নবগ্রাম। থানার সামনে উত্তেজিত জমায়েত সরাতে লাঠিচার্জ করা হল সঙ্গে ছড়ানো হল কাঁদানে গ্যাস।এবার সেই মৃত্যুর ঘটনায় তদন্তের ভার নিল সিআইডি।
সূত্রের খবর , বুধবার গোবিন্দ ঘোষকে থানায় ডেকে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরও তাকে ছাড়া হয়নি। এরপরেই শুক্রবার থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় গোবিন্দ ঘোষের। কর্তব্যে গাফিলতির অভিযোগে ইতিমধ্যে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকত এবং এই মামলার তদন্তকারী অফিসার শ্যামল মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে।
সোমবার রাজ্য পুলিশের ফরেন্সিক দল নবগ্রাম থানাতে গিয়ে যে বাথরুমে গোবিন্দর দেহ পাওয়া গিয়েছিল সেটি ভাল করে পরীক্ষা করে দেখার পর সেটিকে সিল করে দেয়। এরপর মঙ্গলবারও রাজ্য পুলিশের এক ডিএসপি গোবিন্দর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের বয়ান লিপিবদ্ধ করেন। আজ রাজ্য মানবাধিকার কমিশনের এএসপির নেতৃত্বে একটি দলও সিঙ্গার গ্রামে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে। ইতিমধ্যেই গোবিন্দর পরিবারের তরফ থেকে নবগ্রাম থানার প্রাক্তন ওসি অমিত ভকত এবং এসআই শ্যামল মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। এবার এই ঘটনার তদন্তের ভার নিল সিআইডি।
প্রসঙ্গত , নবগ্রাম থানার সিঙ্গার গ্রামের বাসিন্দা হল গোবিন্দ ঘোষ। ওই ব্যক্তি নবগ্রাম সেনা ছাউনিতে দিন মজুরের কাজ করতেন। দিন কয়েক আগে গোবিন্দর প্রতিবেশীর বাড়ি থেকে চুরি যায় প্রচুর সোনা ও নগদ টাকা। সেই ঘটনায় গৃহকর্তা সাত জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই তালিকায় ছিল গোবিন্দ ঘোষের নামও। ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার গোবিন্দ ঘোষকে থানায় ডেকে নিয়ে যায় নবগ্রাম থানার পুলিশ। কিন্তু জিজ্ঞাসাবাদের পরও তাঁকে ছাড়া হয়নি। এরপরেই শুক্রবার থানার লকআপে অস্বাভাবিক মৃত্যু হয় গোবিন্দ ঘোষের।গোবিন্দর মৃত্যুর খবর পেয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তার পরিবারের সদস্য ও গ্রামের প্রায় ৩০০ মানুষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে ।
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি