নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত রাজ্য। এই মৃত্যুর কারণ হিসেবে র্যাগিংয়ের অভিযোগ। তার পরেই বহু শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগিংয়ের ঘটনা বারে বারে প্রচারে উঠে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এবার নবম শ্রেণির এক ছাত্রকে চোর সন্দেহে মারধরের অভিযোগ। এই মারধরের অভিযোগ উঠেছে একাদশ শ্রেণির তিন ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার বারোবিশা জওহর নবোদয় বিদ্যালয়ের হস্টেলে।
সূত্রের খবর , আলিপুরদুয়ারে বারোবিশার জওহর নবোদয় বিদ্যালয় কেন্দ্রীয় বোর্ডের একটি নামকরা বিদ্যালয়। অনেক দূর দূর থেকে পড়তে আসে বহু ছাত্র। বিদ্যালয়ে রয়েছে আবাসিক বন্দোবস্ত। সেখানেইই এবার উঠল র্যাগিংয়ের অভিযোগ। গত ৮ আগস্ট এই বিদ্যালয়ের হস্টেলে একাদশ শ্রেণির এক ছাত্রের মানি ব্যাগ হারিয়ে যায়। সন্দেহ গিয়ে পড়ে নবম শ্রেণির এক ছাত্রের উপর।
আর সেই সন্দেহের বশেই নবম শ্রেণির ওই ছাত্রকে মারধরের অভিযোগ ওঠে একাদশের তিন ছাত্রের বিরুদ্ধে।পরে নবম শ্রেণির ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই ঘটনা নজরে আসে স্কুল কর্তৃপক্ষের। ঘটনায় কমিটি গড়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় স্কুল কতৃপক্ষ। তিন ছাত্রকে সাসপেন্ড করা হয়।
ওই নবম শ্রেণির ছাত্রের কাকা সুজয় সাহা বলেন, “আমরা ১১ আগস্ট স্কুলে এসে মৌখিক অভিযোগ জানিয়েছিলাম। রবিবার আবার স্কুলে এসে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি। স্কুল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, অভিযুক্ত তিন ছাত্রকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমাদের ছেলে খুব আতঙ্কিত। আর স্কুলে ফিরতে চাইছে না। স্কুলের হস্টেলে আমরা সিসিটিভি বসানোর দাবি তুলেছি। এভাবে একটা স্বপ্ন নষ্ট হয়ে গেলে তার দায় নেবে কে?”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর