উৎসবের মরসুমে যুগলদের জন্য বিরাট সুবিধা ঘোষণা করল OYO

সেপ্টেম্বর ২৪, ২০২২ দুপুর ১১:৫৬ IST
632e89298fd14_IMG-20220923-WA0007

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর মাত্র ১ দিনের অপেক্ষা , তারপরই শুরু দেবীপক্ষ।বাঙালির সব থেকে বড়ো উৎসব দুর্গাপুজোর সময় ভ্রমণকারীদের কথা মাথায় রেখে বিরাট সুবিধার কথা ঘোষণা করলো OYO । পুজোর মরসুমে হোটেল বুক করলেই মিলবে ৫০ শতাংশ ছাড়।

বিজ্ঞাপন 

নবরাত্রি, দুর্গাপুজো ও দশেরা উপলক্ষ্যে OYO ভ্রমণকারীদের জন্য ৫০% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে। এই স্কিমের অধীনে, অতিথিরা ক্যাপিটাল O, কালেকশন O, স্পট অন, OYO টাউনহাউস ও সিলভারকি সহ পশ্চিমবঙ্গের সব প্রান্তেই এই ছাড় পেতে পারেন। এই অফারটি ২৩শে সেপ্টেম্বর থেকে আগামী ৯ই অক্টোবর পর্যন্ত কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর ও পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক শহরে বৈধ থাকবে। দুর্গাপুজার সময় বঙ্গে ভ্রমণকারীদের জন্যই মূলত এই সুবিধা চালু করা হয়েছে।

এদিন এই অফারের বিষয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট(OYO)শ্রীরাং গডবোলে জানিয়েছেন,'পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জাঁকজমক বহু বছর ধরে সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করছে। এই বছর এটি ইউনেস্কোর পুরস্কারের সঙ্গে আরও বিশেষ হতে চলেছে। আমরা আশা করছি গত দুবছরে তুলনামূলকভাবে কম উৎসবের পর, রাজ্যে আসা পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। আমরা নিশ্চিত করতে চাই যে পুজোর উৎসব উপভোগ করার সময় তাদের একটি আনন্দদায়ক ও আরামদায়ক থাকার ব্যবস্থা আছে”।

ভিডিয়ো

Kitchen accessories online