নেদারল্যান্ডের জাতীয় দলের যোগ্যতা অর্জন করতে মরিয়া বাংলার ছেলে

আগস্ট ০৫, ২০২২ দুপুর ০৪:০৭ IST
62ecf233583c0_Screenshot_20220805-160107~2

নিজস্ব প্রতিনিধি, আমস্টারডাম - আদি বাড়ি কলকাতার টালিগঞ্জে। জন্ম কলকাতায়। প্রথম ছয় বছর শহরে কাটানোর পর বাবার চাকরিসূত্রে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ চলে যান। ক্রিকেটের হাতেখড়ি হয় সেখানেই। প্রথম দিকে ফুটবল খেললেও ধীরে ধীরে ক্রিকেটে মগ্ন হয়ে যান। প্রথম দিকে ছিলেন বোলার। জোহানেসবার্গের একটি স্থানীয় ক্লাবে নিয়মিত খেলা শেখার পর থেকেই ব্যাটিংয়ে ধার এনেছেন। নাম দেবরূপ দাশগুপ্ত। বর্তমানে নেদারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলে খেলছেন। তবে এখন লক্ষ্য সিনিয়র দলের হয়ে খেলা।

চার বছর জোহানেসবার্গে থেকে কলকাতায় ফিরে এসেছেন ঠিকই তবে ক্রিকেট খেলা থামিয়ে দেননি।কলকাতা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান। বিবেকানন্দ পার্কে শিখতেন। ২০১৬ সালে আবারও বাবার চাকরি সূত্রে অন্য দেশে যান। তবে আর জোহানেসবার্গ নয়, এবার আমস্টারডাম। সেখানকার ভিআরএ ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান। সাহায্য পেয়েছেন পিটার বরেনের। যিনি দীর্ঘ দিন নেদারল্যান্ডসের জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তার যাবতীয় ভুল সংশোধন করে দেন বরেন।

বলাই বাহুল্য, বরেনের অধীনে পরেই ভাগ্য খুলে যায় দেবরূপের। অনূর্ধ্ব-১২ জাতীয় দলে সুযোগ পেয়ে যান দেবরূপ। অনূর্ধ্ব-১৬ পর্যন্ত নেদারল্যান্ডসের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন। শুধু তাই নয়, অধিনায়কও ছিলেন। সেখানে খেলতে খেলতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে সুযোগ পান বাংলার ছেলে। স্পেনের আলমেরিয়াতে গত বছর যোগ্যতা অর্জন পর্ব হয়েছিল। যেখানে জার্সি এবং স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে হেরে যায় দেবরূপরা।যদিও শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তারা।

রটারডামের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন দেবরূপ। পড়াশোনার কারণে মাঝে ক্রিকেট থেকে বেশ কিছুদিন বিরতি নিতে হয়েছিল তাঁকে। যদিও আবার ক্রিকেটে ফিরেছেন। তিনি বলেছেন, 'যেহেতু এখানে ক্রিকেট প্রধান খেলাগুলির মধ্যে নয়, তাই শুধু ক্রিকেট খেলে কেরিয়ার গড়া সম্ভব নয়। তাই অল্পস্বল্প পড়াশোনাও করতে হয় সবাইকে'। নেদারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলায় অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছেন দেবরূপ।

বৃহষ্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সংস্থাকে বাংলার ছেলে বলেছেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো ম্যাচে খেলার অনুভূতি ভীষণই অন্যরকম। গ্রুপের তিনটে ম্যাচেই আমি খেলেছি। আয়ারল্যান্ডের মতো দলকে হারানো সহজ ছিল না। সেটা করে দেখাই আমরা'। নেদারল্যান্ডের ক্রিকেটেও রয়েছে এশিয়ান ক্রিকেটারদের আধিপত্য।

নেদারল্যান্ডের ক্রিকেট নিয়ে তিনি বলেছেন, 'ওখানকার ধীরে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। সেই কারণে এখানকার বিভিন্ন ক্লাব থেকেও অনেক দেশীয় ক্রিকেটার উঠে আসছে। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার অনেকে এখানে বহু বছর ধরে রয়েছে। তারাও নেদারল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছে। ফলে আমার কাছে কাজটা মোটেই সহজ নয়'। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে দেবরূপের সামনে একটি সমস্যা হল, সেখানকার ক্রিকেট সংস্থার অভ্যন্তরীণ রাজনীতি। তবে প্রতিভা থাকলে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন কাজ নয় বলেই জানালেন দেবরূপ।

আরও পড়ুন

ট্রুডোর প্রতিশ্রুতি ভাঙলেন মার্কিন বিদেশ সচিব, জয়শঙ্করের সঙ্গে বৈঠক ব্লিনকেনের
সেপ্টেম্বর ২৯, ২০২৩

কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে

ভয়াবহ বিস্ফোরণ বালুচিস্তানে, মৃত ৫২, আহত ১৩০
সেপ্টেম্বর ২৯, ২০২৩

মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার

ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে মরিয়া কানাডা, ট্রুডোর গলায় নরম সুর
সেপ্টেম্বর ২৯, ২০২৩

বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা

এশিয়ান গেমস, পুরুষদের ৫০ মিটার থ্রি-পজিশন প্রোনেতে রুপো জয় ভারতের ঐশ্বর্যর
সেপ্টেম্বর ২৯, ২০২৩

চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে

বেহালায় জনবহুল এলাকায় পলিথিনের গৌডাউনে ভয়াবহ আগুন , প্রশ্নের মুখে দমকল বিভাগ
সেপ্টেম্বর ২৯, ২০২৩

এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের

ঘরে বসেই চাকরির প্রস্তুতি পর্ব - ৬৬২
সেপ্টেম্বর ২৯, ২০২৩

আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে 

এশিয়ান গেমস, স্কোয়াশে ব্রোঞ্জ জয় ভারতীয় মহিলা দলের
সেপ্টেম্বর ২৯, ২০২৩

ভারত – ৩
হংকং – ০

প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতি – ০০১৬৪
সেপ্টেম্বর ২৯, ২০২৩

প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত 

ঘরে বসেই ANM & GNM প্রস্তুতি – ০০১০৭
সেপ্টেম্বর ২৯, ২০২৩

ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান

এশিয়ান গেমস, টেনিসের ডাবলসের ফাইনালে হার ভারতের, রুপো জয় রামকুমার-সাকেতের
সেপ্টেম্বর ২৯, ২০২৩

ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬

ক্ষমতা থাকলে আটকে দেখাক , ইডির ডাকে হাজিরা না দিয়ে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
সেপ্টেম্বর ২৯, ২০২৩

আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

এশিয়ান গেমস, মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা পলকের, এষার দখলে রুপো
সেপ্টেম্বর ২৯, ২০২৩

১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত

একাধিক দাবি নিয়ে কলকাতার রাস্তায় আদিবাসীদের মিছিল , যানজটে অবরুদ্ধ গোটা শহর
সেপ্টেম্বর ২৯, ২০২৩

আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে

এশিয়ান গেমস, মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জয় ভারতের এষা-পলক-দিব্যার
সেপ্টেম্বর ২৯, ২০২৩

তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী

এশিয়ান গেমস, পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩পি বিভাগে সোনা জয় স্বপ্নিল-ঐশ্বর্য-অখিলদের
সেপ্টেম্বর ২৯, ২০২৩

সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে

ভিডিয়ো

Kitchen accessories online