নিজস্ব প্রতিনিধি, আমস্টারডাম - আদি বাড়ি কলকাতার টালিগঞ্জে। জন্ম কলকাতায়। প্রথম ছয় বছর শহরে কাটানোর পর বাবার চাকরিসূত্রে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ চলে যান। ক্রিকেটের হাতেখড়ি হয় সেখানেই। প্রথম দিকে ফুটবল খেললেও ধীরে ধীরে ক্রিকেটে মগ্ন হয়ে যান। প্রথম দিকে ছিলেন বোলার। জোহানেসবার্গের একটি স্থানীয় ক্লাবে নিয়মিত খেলা শেখার পর থেকেই ব্যাটিংয়ে ধার এনেছেন। নাম দেবরূপ দাশগুপ্ত। বর্তমানে নেদারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলে খেলছেন। তবে এখন লক্ষ্য সিনিয়র দলের হয়ে খেলা।
চার বছর জোহানেসবার্গে থেকে কলকাতায় ফিরে এসেছেন ঠিকই তবে ক্রিকেট খেলা থামিয়ে দেননি।কলকাতা ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান। বিবেকানন্দ পার্কে শিখতেন। ২০১৬ সালে আবারও বাবার চাকরি সূত্রে অন্য দেশে যান। তবে আর জোহানেসবার্গ নয়, এবার আমস্টারডাম। সেখানকার ভিআরএ ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে যান। সাহায্য পেয়েছেন পিটার বরেনের। যিনি দীর্ঘ দিন নেদারল্যান্ডসের জাতীয় দলের অধিনায়ক ছিলেন। তার যাবতীয় ভুল সংশোধন করে দেন বরেন।
বলাই বাহুল্য, বরেনের অধীনে পরেই ভাগ্য খুলে যায় দেবরূপের। অনূর্ধ্ব-১২ জাতীয় দলে সুযোগ পেয়ে যান দেবরূপ। অনূর্ধ্ব-১৬ পর্যন্ত নেদারল্যান্ডসের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন। শুধু তাই নয়, অধিনায়কও ছিলেন। সেখানে খেলতে খেলতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলে সুযোগ পান বাংলার ছেলে। স্পেনের আলমেরিয়াতে গত বছর যোগ্যতা অর্জন পর্ব হয়েছিল। যেখানে জার্সি এবং স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে হেরে যায় দেবরূপরা।যদিও শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় তারা।
রটারডামের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অর্থনীতি এবং বাণিজ্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন দেবরূপ। পড়াশোনার কারণে মাঝে ক্রিকেট থেকে বেশ কিছুদিন বিরতি নিতে হয়েছিল তাঁকে। যদিও আবার ক্রিকেটে ফিরেছেন। তিনি বলেছেন, 'যেহেতু এখানে ক্রিকেট প্রধান খেলাগুলির মধ্যে নয়, তাই শুধু ক্রিকেট খেলে কেরিয়ার গড়া সম্ভব নয়। তাই অল্পস্বল্প পড়াশোনাও করতে হয় সবাইকে'। নেদারল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খেলায় অনেকটাই অভিজ্ঞ হয়ে উঠেছেন দেবরূপ।
বৃহষ্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সংস্থাকে বাংলার ছেলে বলেছেন, 'অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো ম্যাচে খেলার অনুভূতি ভীষণই অন্যরকম। গ্রুপের তিনটে ম্যাচেই আমি খেলেছি। আয়ারল্যান্ডের মতো দলকে হারানো সহজ ছিল না। সেটা করে দেখাই আমরা'। নেদারল্যান্ডের ক্রিকেটেও রয়েছে এশিয়ান ক্রিকেটারদের আধিপত্য।
নেদারল্যান্ডের ক্রিকেট নিয়ে তিনি বলেছেন, 'ওখানকার ধীরে ক্রিকেট জনপ্রিয় হচ্ছে। সেই কারণে এখানকার বিভিন্ন ক্লাব থেকেও অনেক দেশীয় ক্রিকেটার উঠে আসছে। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার অনেকে এখানে বহু বছর ধরে রয়েছে। তারাও নেদারল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছে। ফলে আমার কাছে কাজটা মোটেই সহজ নয়'। জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে দেবরূপের সামনে একটি সমস্যা হল, সেখানকার ক্রিকেট সংস্থার অভ্যন্তরীণ রাজনীতি। তবে প্রতিভা থাকলে জাতীয় দলে সুযোগ পাওয়া কঠিন কাজ নয় বলেই জানালেন দেবরূপ।
ভ্রূণ কান্ডের তদন্তে উচ্চ পর্যায়ের টিম গঠন পুরসভার
‘শিক্ষা চোর গেল, গরু চোর গেল, এবার পরে রয়েছে কয়লা চোর ভাইপো’, তীব্র কটাক্ষ সুকান্তর
৪ মাস কেটে হলেও কথা রাখেনি কর্তৃপক্ষ , কাজ বন্ধ করে বিক্ষোভ শ্রমিকদের
ফুটবলে কিক মেরে খেলার উদ্বোধন করলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু
জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হাত ধরে নতুন করে ঘুরে দাঁড়ালো হুগলী কোচিন শিপইয়ার্ড লিমিটেড
বৈদ্যবাটিতে খেলা হবে দিবসের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর ভাইয়ের
সারের বিরুদ্ধে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন পুজারা
২ দিন পলাতক থাকার পর দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত
উত্তরপাড়ার প্রেরণা সংস্থার পক্ষ থেকে গ্রামের পড়ুয়াদের পড়াশোনার সামগ্রী প্রদান
'আর কিছুদিন পর নিজেদের জিভই কাটতে হবে',ইদ্রিশকে পাল্টা তোপ বিজেপির
অর্পিতাকে জেরে করে একাধিক তথ্য ইডির হাতে
ফের নিম্নমুখী রুপোর দাম
লক্ষাধিক টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে ডেটা প্রোভাইড করার অভিযোগে গ্রেফতার ক্যাফে মালিক
টেট পরীক্ষার্থীদের বাড়তি নম্বর দেওয়ার মামলায় তালিকা তলব বিচারপতির
ফের নিম্নমুখী সোনার দাম