নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - ২৫ শে জানুয়ারি মুক্তির পর থেকে একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ে চলেছে পাঠান। মাত্র চার দিনেই ৫০০ কোটির ঘরে জায়গা করে নিয়েছে ‘পাঠান।বর্তমানে পুরো ভারত বলিউড বাদশা শাহরুখের ‘পাঠান’ ঝড়ে মেতে আছে। তবে ঠিক এই সময়ে ২০ বছর আগে বাদশাহকে কেন্দ্র করে করা এক বিস্ফোরক মন্তব্যকে সামনে আনলেন বলিউডের গ্ল্যামার গার্ল নেহা ধুপিয়া।
কোন এক ভিডিওতে নেহা ধুপিয়া বলেছিলেন, ‘একমাত্র যৌনতা আর শাহরুখ খান বিক্রি হয়।’ ব্যাস! তার এই মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে।যদিও, নেহার পুরোনো সেই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এক নেটিজেন।
এদিকে,তার পোস্টটি রি-টুইট করে নেহা লিখেছেন, ‘আমার এই বক্তব্যের ২০ বছর পার হয়ে গেছে। বক্তব্যটা যে একদম সত্যি, তা আজও মিলে যাচ্ছে। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, এটা একজন রাজার সাম্রাজ্য।’
কার্যত নেহার বলা এই বিষয়টি তিনি পজিটিভ ভাবে বলেছিলেন বলেই দাবি করলেন নেহা।তিনিও গা ভাসালেন পাঠান ঝড়ে। নেহা ধুপিয়া একটা সময় একের পর এক বোল্ড চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে তিনি ওটিটি থেকে শুরু করে একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত। তবে কিংয়ের এই সাফল্য সেলিব্রেট করতে ভুললেন না তিনি।
উল্লেখ্য , পরিসংখ্যান বলছে, প্রথম দিনেই বিশ্বজুড়ে রোজগারের অঙ্কে ১০০ কোটির গন্ডি পেরিয়েছে ‘পাঠান’। এর মধ্যে, শুধু হিন্দি সংস্করণেই আয় হয় ৫৫ কোটি টাকা।দ্বিতীয় দিন ভারতের বাজারে ৭০ কোটি টাকার ব্যবসা করেছে ‘পাঠান’। এদিন সিনেমার আয় ছাড়িয়ে যায় ২০০ কোটির গন্ডি।তবে তৃতীয় দিনে ভারতের বাজারে ‘পাঠান’র আয় ৩৯ কোটি টাকা, যা প্রথম দুই দিনের তুলনায় কম।
তবে, বিশ্বের অন্যান্য প্রান্তের বক্স অফিসে এদিন মন্দা ছিল না। তিন দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৩১৩ কোটি টাকায়।চতুর্থ দিনে, বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি টাকায়।
জেনে নিন অনিয়মিত পিরিয়ড রুখতে কোন কোন যোগাসন করবেন
বাবার অনুপস্থিতির সুযোগে গায়েব লক্ষাধিক টাকা
ইডি-সিবিআইয়ের ডাক ছাড়াই ৫০ বছর পর , অনেক সুন্দর জীবন কাটাচ্ছি , দাবি শ্রীলেখার
প্রত্যেকেরই জীবনের গল্প থাকে , হয়ত তারা সেগুলি প্রকাশ্যে বলেন না , আমি বলছি , যাতে সেটা থেকে কেউ শিখতে পারেন , দাবি অভিনেত্রীর
টি আর পির দশম স্থানে এক্কা দোক্কা
সলমন খানের কলকাতার শো স্থগিত হয়ে গেলও বাতিল হয়নি , দাবি অর্গানাইজারদের
ডাক্তার হতে চেয়ে পরীক্ষায় ফেল , সিদ্ধান্ত বদল করে বলিউডে ১৬ বছর বয়সে পা রেখেছিলেন কঙ্গনা
গায়ক মাইলি সাইরাসের সঙ্গে অবন্তিকা মালিকের ইনস্টা স্টোরি ঘিরে তীব্র জল্পনা
পয়সাওয়ালা হতে হবে আর আমি স্ট্রাগলার চাই না , সোজা দাবি শ্রীলেখার
বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার পদে কর্মরত দেবলীনা
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর শুরু হবে প্রথম রমজানের তারাবি
কৌশিক গঙ্গোপাধ্যায়ের একটা সিনেমা, তা করতে গিয়েছি , প্রযোজক প্রোমোটারি করে, না অন্য কিছু বিক্রি করে তা জানি না , দাবি ঋত্বিকের
বিমানবন্দরের নিরাপত্তার ক্ষেত্রে কেউ সেলিব্রিটি নয় , করণ কে সোজা জবাব কর্তৃপক্ষের
মাত্র ৩০ বছর বয়সে প্রয়াত জেহান থমাস
পঞ্চায়েত দফতরে চাকরির সূত্রেই ২০১৮ সালে অয়নের সঙ্গে পরিচয় , দাবি শ্বেতার