"এনআইএ নাকি বিজেপি নাকি মাওবাদী এসে তুলে নিয়ে গেল ছত্রধরকে", দ্বন্দ্বে ছত্রধরের পরিবার

মার্চ ২৮, ২০২১ বিকাল ০৭:০০ IST

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম - রবিবার ভোরে, এনআইএ এর পক্ষ থেকে ৪০ জনের একটি দল এসে গ্রেফতার করে নিয়ে যায় ছত্রধর মাহাতোকে। এরপরই বিস্ফোরক অভিযোগ করে ছত্রধর মাহাতোর স্ত্রী নিয়তি মাহাতো।

এনআইএ নাকি বিজেপি নাকি মাওবাদী এসে তুলে নিয়ে গেল ছত্রধরকে, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করে নিয়তি অভিযোগ করেন, নিজেদের পরিচয় না জানিয়েই, ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে ছত্রধরকে। লালগড় থানাতেও ছত্রধরের গ্রেপ্তারি নিয়ে কোনো কিছু জানানো হয়নি, এমনকি  গ্রেফতারির খবর জানানো হয়নি লোকাল থানাকেও।

ছত্রধরের আইনজীবী অভিযোগ করেছেন, আদালতের নির্দেশ মত হাজিরা দেওয়ার সত্বেও গ্রেফতার করা হয়েছে ছত্রধরকে। জানানো হয়নি গ্রেফতারির কেস নম্বরও। তিনি দাবি করেছেন, এনআইএ এর কোনো মামলা ছিল না ছত্রধরের বিরুদ্ধে।

ভিডিয়ো

Kitchen accessories online