নিজেদের পাতা ফাঁদেই ফাঁসল চীনা নৌবাহিনী, সাবমেরিনে ৫৫ জনের মৃত্যুর আশঙ্কা

অক্টোবর ০৪, ২০২৩ দুপুর ০২:২৮ IST
651d246fac238_Screenshot_2023-10-04-14-05-23-78_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, বেজিং - নিজের ফাঁদে পা দিয়ে নিজেরই ক্ষতি করলো চীন। বিদেশি নৌহানা ঠেকাতে পীত সাগরের গভীরে ফাঁদ পেতেছিল চীন। সেই ফাঁদেই দুর্ঘটনাগ্রস্ত হলো চীনের একটি নিউক্লিয়ার সাবমেরিন। এর জেরে ক্যাপ্টেনসহ ৫৫ জন চীনা সেনার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও একথা প্রকাশ্যে আসতেই চীনের তরফে ঘটনাটি অসত্য বলে দাবি করা হয়েছে।

সূত্রের খবর, ব্রিটেনের জাহাজের গতিবিধি রুখতে পীত সাগরের গভীরে ফাঁদ পাতা হয়েছিল। আজ সেই ফাঁদেই আটকে পরে চীনা নৌবাহিনীর একটি সাবমেরিন। সেইসময় কোনওভাবে বিকল হয়ে যায় ডুবোজাহাজের অক্সিজেন সরবরাহকারী যন্ত্র। অনেক সময় অক্সিজেনের অভাবে সাবমেরিনের ভিতর থাকা প্রায় ৫৫ জন চীনা সেনার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও মৃত্যু হয়েছে পিএলএ নৌবাহিনীর সাবমেরিন ০৯৩-৪১৭ য়ের ক্যাপ্টেনও।

ভিডিয়ো

Kitchen accessories online