নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - নিজের বাড়িতেই অস্বাভাবিক মৃত্যু আইসিডিএস কর্মীর। বাড়ির ভিতর বাথরুম থেকে উদ্ধার দেহ। মৃতের নাম অপর্ণা কুন্ডু। স্থানীয়দের দাবি , বাড়িতে চুরি করতে আসা চোরকে চিনে ফেলাতেই ওই আইসিডিএস কর্মীকে খুন করে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা থানার খড়খড়ি গ্রামে।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , বাঁকুড়ার তালডাংরা থানার খড়খড়ি গ্রামের বাসিন্দা অপর্ণা কুণ্ডু। পেশায় একজন আইসিডিএস কর্মী। স্বামী অনেকদিন আগে মারা গেছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় খড়খড়ি গ্রামে নিজের বাড়িতে একাই থাকতেন অপর্ণা। অপর্নার মা থাকতেন গ্রামেই থাকা অন্য মেয়ের কাছে। আজ সকালে অপর্না বাড়ির দরজা না খোলায় সন্দেহ হয় মায়ের। পরে মায়ের ডাকে প্রতিবেশীরা অপর্নার বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে দেখে অপর্না বাথরুমের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তালডাংরা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। এবং ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ খুনিদের চিহ্নিত করতে দ্রুত তদন্তে নেমেছে।
মৃত অপর্ণার মা বলেন, “আমি সকালে এসে ডাকছি। ও দরজা খোলেনি। তারপর আশপাশের সবাইকে ডেকে আনি। ওরা দরজা ভাঙে। ওখানে মরে পড়ে ছিল। ওর কানে দুল ছিল সেটা নেই। গোটা ঘর তছনছ হয়ে আছে। মনে হয় রাতের বেলা চোর এসেছিল। ও দেখে চিনতে পেরেছে। নাম বলে দেবে তাই হয়তো ওকে মেরে দিয়েছে। আমার এটাই মনে হয়।”
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান
আচমকা টর্নেডোতে আহত গ্রামের বেশ কয়েকজন , পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে এলেন বিধায়ক