নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দুঃস্থদের মুখে খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ নিলো নবদ্বীপ শহরের গোবিন্দ দিঘির পার এলাকার মধ্যবিত্ত পরিবারের এক দশম শ্রেণির ছাত্রী ও তার সহপাঠীরা। মন্দিরের সামনে থাকা গরিব দুখীদের কষ্টে সমব্যাথী হয়ে নিজেদের হাত খরচের টাকা জমিয়ে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিয়ে নজির স্থাপন করলো পনেরো ষোলো বয়সী মেয়েরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , দশম শ্রেণির ছাত্রী অর্চনা মুখার্জি ছোটো থেকেই দুঃস্থদের জন্য এগিয়ে আসেন। এখনো সাবলম্বী না হলেও নিজের হাত খরচের টাকা জমিয়ে সঙ্গে তার সহপাঠীদের অনুপ্রেরণা জুগিয়ে তাদের সঙ্গে মিলে নবদ্বীপ শহরের মহাপ্রভু পাড়ায় অবস্থিত ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ একাধিক মন্দিরের বাইরে বসে থাকা দুঃস্থদের খাদ্য সামগ্রী এবং বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র তুলে দেয় তারা। অর্চনা মুখার্জির কথায়, নিজের হাত খরচের টাকা জমিয়ে আজ কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম, ইচ্ছে আছে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেবার।
নজিরবিহীন ঘটনাটি সম্পর্কে মহাপ্রভু মন্দিরে থাকা রানুবালা দেবনাথ নামক এক বৃদ্ধার কাছে জানতে চাইলে তিনি বলেন,"এই ছোট বয়সে এই তারা দিচ্ছে ভাল লাগছে। আশির্বাদ করি তারা যেন আবারও দিতে পারে।এখন মানুষ যেখানে নিজেকে বা নিজের পরিবারকে নিয়েই ব্যস্ত সেখানে এই বাচ্চারা আমাদের জন্য ভেবেছে এটাই অনেক।"
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর