সুদূর সৌদি আরবে যাচ্ছে তার তৈরি ফাইবারের মূর্তি , রানাঘাটের মুখ উজ্জ্বল করলো সুজিত সরকার

এপ্রিল ২৬, ২০২৩ দুপুর ০৩:৪০ IST

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - গোটা দেশ জুড়ে মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। এই কৃষ্ণনগরের পাশেই রয়েছে রানাঘাট আর এবার রানাঘাটের ছেলে সুজিত সরকার নিজের দেশের নাম উজ্জ্বল করেছেন। বিদেশের মাটিতে স্থান করে নিয়েছেন নিজের প্রতিভার দ্বারা। সুদূর সৌদি আরবে তার তৈরি ফাইবারের মূর্তির এক্সিবিশন হতে চলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে , রানাঘাটের বাসিন্দা সুজিত সরকার পেশায় ফাইবারের মূর্তি ও মডেল তৈরি করেন। তার এই প্রতিভা এখন গোটা দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা তৈরি করে নিয়েছে। দিন রাত কঠোর পরিশ্রম করা এই ছেলেটির এখন বিশ্ব জোড়া নাম ডাক। তিনি ফাইবারের মূর্তি করেন সেই সঙ্গে নানা ধরনের মডেল ও নানা বিখ্যাত মুনি ঋষিদের মূর্তি তৈরি করে।

ইতিমধ্যে তার এই প্রতিভা সাড়া ফেলে দিয়েছেন রাজ্য থেকে দেশ ও বিদেশে। তার তৈরি মূর্তি স্থান পেয়েছে গুরত্বপূর্ন জায়গায়। বিদেশের মাটিতেও তার তৈরি মূর্তি গিয়েছে। নানা প্রদর্শনীতে তার তৈরি শিল্পকলা সুনাম অর্জন করেছে। মফস্বলে থেকেও তার এমন কাজ প্রশংসিত। এই বার তিনি দুবাইতে একটি বড় প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পাঁচ সদ্যসের দল নিয়ে সৌদি আরব পাড়ি দেবেন।

সুজিত সরকার জানিয়েছে,'সৌদি আরবে একটি আর্ট গ্যালারিতে এক্সিবিশন হবে, সেখানে সিলেক্ট হয়েছি। কিছু কাজ আমরা তৈরি করে পাঠিয়ে দিয়েছি। আর কিছু বড়ো কাজ বাকি আছে সেগুলো আমরা ওখানে গিয়ে করবো। আমরা ৫ জন রয়েছি , একসঙ্গে কাজ করছি। আমরা ভীষণ আনন্দিত যে আমরা একটা পুরো টিম নিয়ে ওখানে গিয়ে আমাদের শিল্পকলা প্রদর্শন করবো'।

বিজ্ঞাপন

ভিডিয়ো

Kitchen accessories online