নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হল এক নিকাব ও হিজাব পরিহিতা নারী। তবে শুধুমাত্র তা পরিধানের জন্যই তিনি ভাইরাল হলেন না , তিনি ভাইরাল হলেন হাকলা নিকাব সরিয়ে সম্পূর্ণ মুখ উন্মুক্ত না করে বিয়ে বাড়িতে খাওয়ার খাবার জন্য। এক ট্যুইটার ব্যবহারকারী নিকাব পরে মহিলার খাবার খাওয়ার ছবিটি শেয়ার করে ক্যাপশানে লেখেন, ‘এটা কি একজন মানুষের পছন্দ?’ নেটনাগরিকের সেই ট্যুইটটি শেয়ার করেন প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম। এরপরই জানালেন সেই নিকাব পরিহিতা নারী আর কেউ নয় বরং তিনি।
এদিন তিনি ট্যুইটারে সেই ভাইরাল ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘এইমাত্র আমি একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। ঠিক এইভাবেই খেয়েছি। এটা সম্পূর্ণ আমার পছন্দ। এমনকি আমার চারপাশের সবাই আমাকে বকাঝকা করেন যে আমি যেন নিকাব খুলে ফেলি। তবে আমি তা করিনি।’
এদিকে বহু ট্যুইটার ব্যবহারকারী, যারা কিনা জাইরাকে অনুসরণ করেন তারা প্রাক্তন অভিনেত্রীর মতামতকে সমর্থন করেছেন। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আমরা এটি আপনার জন্য করি না। এর মোকাবিলা করো। তবে যেটা বলেছেন সেটা ঠিক জাইরা ওয়াসিম। আপনার উত্তর পছন্দ হয়েছে, সম্পূর্ণরূপে আমাদের পছন্দ।’
অন্য একজন লিখেছেন, ‘কাকে কী করতে হবে এবং কী করতে হবে না তা বলা বন্ধ করুন, এটি যে যার জীবন এবং যে যার বিশ্বাস, তাই তাদের একা ছেড়ে দিন।’আরও একজন লিখেছেন, ‘আল্লাহ আপনাকে আপনার ধর্ম অনুসরণ করার ক্ষমতা এবং মর্যাদা দিন। আমিন।’ যদিও যারা মন্তব্য করেছেন, তাদের প্রায় সবাই ইসলাম ধর্মাবলম্বী।
প্রসঙ্গত, এদিকে গত বছর কর্ণাটকের একটি স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করা হয়। সেই পদক্ষেপেরও বিরোধিতা করেছিলেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০শে জুন গোটা দুনিয়াকে অবাক করে দিয়ে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টারের' মতো ছবির মুখ জাইরা ওয়াসিম ঘোষণা করেন তিনি বিনোদন দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন। ধর্ম-বিশ্বাসের কারণ দেখিয়ে জায়রার অকাল অবসর নিয়ে আজও তিনি সমালোচনার মুখে পরেন।
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি
চলতি বছর পাঠান আর জওয়ান দিয়ে খেল দেখিয়েছেন কিং খান, এবার পালা ডাঙ্কির
এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তার ছাত্ররা এসে পারফর্ম করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন কিং খান
ছবি প্রকাশ্যে আসার পর নতুন জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামী কিছু তারকারা এবং রাজনীতিবিদরা
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন