নিজস্ব প্রতিনিধি, কলকাতা - তাঁর সাহসিকতাকে বরাবরই কুর্নিশ জানায় টলিউড। তবে জীবনে এত বড় ঝুঁকিটা নুসরত জাহান নেবেন তা বোধহয় পরিচিতরাও অনেকে ভাবতে পারেননি। নিখিলের সঙ্গে ভাঙা দাম্পত্যের জেরে গত কয়েকমাস ধরেই চর্চায় অভিনেত্রী-সাংসদের ব্যক্তিগত জীবন।
এর মাঝেই প্রকাশ্যে চলে আসে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তার মধ্যেই নুসরত বোমা ফাটিয়ে বলে বসেন, ‘নিখিলের সঙ্গে আমার বিয়ে অবৈধ, বেআইনি’। এই বিবৃতির দু-দিনের মধ্যে প্রকাশ্যে চলে আসে তাঁর বেবি বাম্পের ছবি। নিখিল আগেই ওই সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন, অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার প্রেম এখন টলিউডের ওপেন সিক্রেট।
ম্যারিটাল স্টেটাস রয়েছে ধন্দে, তার মধ্যে বুদ্ধের শরণাগত হয়েছিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। আলো-আঁধারি এক ছবি পোস্ট করেন। অবয়বে দেখা যায় গৌতম বুদ্ধর মূর্তি। ক্যাপশনে নুসরত জুড়ে দিয়েছিলেন বুদ্ধের উক্তি—‘হাজার যুদ্ধে জয়লাভ করার চেয়ে ভাল নিজেকে জয়ী করা। তাহলে জয় আপনার। এটা আপনার থেকে কেড়ে নেওয়া যাবে না, ঈশ্বরের দূত কিংবা শয়তানও নয়, স্বর্গ কিংবা নরকও নয়।—গৌতম বুদ্ধ’।
একদিন যেতে না যেতেই স্টোরি থেকে শুরু করে ইনস্টায় ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। কখনও তিনি স্পিরিচুয়াল গুরু গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে তিনি বলছেন, ‘মনের ভিতরে কারও প্রতি নেতিবাচক চিন্তা থেকে থাকলে সেগুলো মুক্ত করে দাও। কারণ এটা নয় যে তাঁরা এটার যোগ্য, কারণ হল তোমার শান্তি প্রয়োজন’।
নুসরতের শেষ পোস্টে রয়েছে এক ভিডিয়ো। সুইমিং পুলের নীল জলে সিক্ত অভিনেত্রী। মিউজিকের সুরে পোজ দিয়ে চলেছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন, ‘ঝুঁকি নেই, গল্প নেই’। তাঁর মা হওয়ার খবর, ‘স্বামী’ নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকার, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে চলছে আলোচনা। যদিও নুসরত চুপ। শোনা যাচ্ছে, গর্ভবতী অবস্থায় দ্বিতীয় পর্যায় চলছে তাঁর। সেপ্টেম্বরেই আসতে পারে নতুন অতিথি। তবে এত সবের মধ্যে নিজের মেজাজে রয়েছেন নুসরত।
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে
একটি ভিডিও পোস্ট করে সুখবর দিলেন তারা
কবে বসতে চলেছে রাঘব-পরিণীতির গ্র্যান্ড রিসেপশন তা জানতে আগ্রহী ভক্তরা
টাইগার ৩ মুক্তি পাবে দিওয়ালিতে
ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি
চলতি বছর পাঠান আর জওয়ান দিয়ে খেল দেখিয়েছেন কিং খান, এবার পালা ডাঙ্কির
এই সপ্তাহে ড্যান্স বাংলা ড্যান্সে তার ছাত্ররা এসে পারফর্ম করেন
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পুজো দিলেন কিং খান
ছবি প্রকাশ্যে আসার পর নতুন জুটিকে শুভেচ্ছার জোয়ারে ভাসালেন অনুরাগীরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের নামী কিছু তারকারা এবং রাজনীতিবিদরা
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
তার মৃত্যুতে শোকাহত গোটা বলি পাড়া
সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উদয়ানিধি স্ট্যালিন