অমৃতবাজার এক্সক্লুসিভ - রুই মাছের ঝোল,কালিয়া বাঙালিরা খুবই পছন্দ করেন।দুপুরের খাবারের জন্য সহজ সরল উপায়ে স্বাদ বদল করার জন্য তৈরি করে নিতে পারেন রুই মাছের কোপ্তা কারি।রেসিপিটি সঠিকভাবে বানালে খেতেও হবে দুর্দান্ত।তাই দেরি না করে দেখে নিতে পারেন রুই মাছের কোপ্তা কারি বানানোর রেসিপি।
উপকরণ - রুই মাছের সেদ্ধ কিমা ৩ কাপ, পিঁয়াজ কুঁচি ১ কাপ,রসুন বাটা দেড় চা চামচ,আদা বাটা ১ চা চামচ,হলুদ গুঁড়ো ১/২ চা চামচ,জিরা গুঁড়ো ১/২ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো ১ চা চামচ,কাঁচা লঙ্কা ২ টি (মিহি কুঁচি করে কাটা),ডিম ১ টি, টক দই ১ কাপ,লবণ পরিমাণ মতো,তেল পরিমাণ মতো।
প্রণালী - প্রথমে রুই মাছের কাঁটা বাছা কাঁচা কিমার সাথে সামান্য পরিমাণ পিঁয়াজ কুঁচি, রসুন বাটা, আদা বাটা, ডিম অল্প, কাঁচা লঙ্কার মিহি কুঁচি এবং লবণ দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে।এরপর কিছু সময় পর হাতের মুঠোতে চেপে গোল কোফতা তৈরি করে নিতে হবে।তারপর কোফতাগুলো ডুবো তেলে বাদামি করে ভেজে নিতে হবে ৷
এবার অন্য আরেকটি পাত্র গ্যাসে দিয়ে তাতে অবশিষ্ট পিঁয়াজ কুঁচি দিয়ে তার সঙ্গে একে একে অবশিষ্ট রসুন বাটা, টকদই , হলুদ, জিরে, ধনে ও শুকনা লঙ্কা যোগ করে কষিয়ে নিতে হবে। তারপর ভাজা কোফতাগুলো কষানো মসলায় ছেড়ে দিন এবং সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে।এবার কোফতাগুলো সেদ্ধ হবার জন্য পরিমাণ মত আরও জল যোগ করুন এবং ঢেকে রান্না করে গাঢ় ঝোল ঝোল হয়ে এলে নামিয়ে নিতে হবে।
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক