নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এসএসসি মামলায় গতকাল একপ্রস্থ নাটকের পর, আজ ফের শুরু হয়েছে টানাপোড়েন। গতকাল মধ্যরাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, রাত ১২:৩০ টা থেকে এসএসসি ভবন কড়া নিরাপত্তায় মুড়েছে CRPF। বাতিল হয় ভবনের আধিকারিকদের প্রবেশাধিকার। কিন্তু এরই মধ্যে আজ সকালে নিষেধাজ্ঞার জেরে ভবনের সামনে থেকে ফিরতে হয় এসএসসি-র সচিবকে। এরপরই শর্তসাপেক্ষে এসএসসি ভবনে প্রবেশে মিলল ছাড়পত্র।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, কড়া নিরাপত্তায় মোড়া হয় এসএসসি ভবন। কোনো সরকারি আধিকারিক, কোন কর্মী, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি এসএসসি ভবনের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বেরোতে দেওয়া হয়নি। এরই মধ্যে আজ সকালে গাড়িতে চড়ে অফিসের সামনে হাজির হন এসএসসি সচিব। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার জেরে, বাধা দেওয়া হয় এসএসসি-র সচিবকে। সিআরপিএফের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে ফিরতে হয় তাকে।
এরপরই আচার্য ভবনে ‘প্রবেশে নিষেধাজ্ঞা’র নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আগের নির্দেশ সংশোধন করে, কয়েকজনকে প্রবেশের অনুমতি দিয়েছে। বিচারপতি জানিয়েছেন, কমিশনের চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সচিব, সহ-সচিব ঢুকতে পারবেন এসএসসি ভবনে। এছাড়াও এসএসসি ভবনের ভিতর ঢুকতে পারবেন চেয়ারম্যান ও পরামর্শদাতাও। আজ দুপুর ১টার মধ্যে সিসিটিভি ফুটেজ জমা দিতে হবে আদালতে।
উল্লেখ্য, গতকাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে, সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসএসসির ৫ জন উপদেষ্টা। জিজ্ঞাসাবাদ পর্বের মধ্যেই এসএসসির চেয়ারম্যান পদ থেকে সরানো হয় সিদ্ধার্থ মজুমদারকে। এরপরই এসএসসি চাকরিপ্রার্থীরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।
মামলাকারীরা, CRPF মোতায়েন করে নথি সংরক্ষণের আবেদন করেন। এসএসসি চাকরিপ্রার্থীদের আবেদনে সায় দিয়ে রাত পৌনে ১০ টা সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রধান বিচারপতির কাছে অবিলম্বে মামলা শোনার অনুমতি নিতে বলেন। নির্দেশ অনুযায়ী প্রধান বিচারপতির কাছে আইনজীবীরা অনুমতি নেয়। রাত ১১ টায় শুরু হয় শুনানি। এরপরই নজিরবিহীন রায় ঘোষণা করেন বিচারপতি। সেই নির্দেশেই সামান্য পরিবর্তন ঘটালেন বিচারপতি।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে