অমৃতবাজার এক্সক্লুসিভ – সমুদ্র সৈকতে কাটাতে চান, অথচ দিঘা বা পুরীর ভিড়ভাট্টায় যেতে পছন্দ করছেননা । আপনার মন চাইছে নিরিবিলিতে সমুদ্র সৈকতে সপ্তাহান্ত কাটাতে । তাই পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে চলে যেতে পারেন উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকত ।
রোজকার ব্যস্তবাগীশ জীবন থেকে একটু ব্রেক নিতে ঘুরে আসুন উড়িষ্যার গোপালপুর সি বীচ । এখানে দিঘা বা পুরীর তুলনায় সাধারণ ভ্রমণকারীদের ভিড় অনেক কম থাকে । যারা নির্জন জায়গা পছন্দ করেন, তাদের জন্য এই গোপালপুর অমৃতের ভান্ডার ।
এখানে রয়েছে একটি অ্যাডভেঞ্চার পার্ক, যার নাম বিজু অ্যাডভেঞ্চার পার্ক । প্রতিদিন সকাল ১০ টা থেকে এই পার্ক খুলে যায় । ৮ থেকে ৮০ সবাই এখানে নানা রকম রাইডে চড়ে এঞ্জয় করতে পারেন । এরপর সেখান থেকে চলে যান সমুদ্রের পাড়ে ।
দিঘার মতই এখানে অনেক খাবারের দোকান এবং স্ন্যাক্সের দোকান আছে । রাতের সৌন্দর্যে দেখতে পারবেন এখানের লাইট হাউস ।
পরদিন সকালে বেরিয়ে পরুন মা তারা তারিণীর দর্শন করতে । মজার বিষয় হল, কষ্ট কম করে এই মন্দিরে যেতে হলে রোপওয়ে করে যেতে হবে ।
সঙ্গে উপরি পাওনা হল মন্দির লাগোয়া একটি ভিউ পয়েন্ট, যার ওপর থেকে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে পারেন ।
এরপর চলে যেতে পারেন চিল্কাহ্রদ, সঙ্গে রয়েছে বোটিং করার সুযোগ । এছাড়াও রয়েছে ব্রেকফাস্ট আইল্যান্ড ও বার্ড আইল্যান্ড । মন চাইলে এই আইল্যান্ডে কিছুক্ষণ উঠে সময় কাটাতেও পারেন । নিরালায় ১- ২ দিন কাটিয়ে এরপর ফেরার পথ ধরে ফেলুন ।
এখন কথা হল কীভাবে যাবেন, কোথায় খাবেন ও থাকবেন কোথায়?
হাওড়া থেকে ব্রহ্মপুরগামী ট্রেনে করে ব্রহ্মপুর নেমে অটো বা গাড়ি করে প্রায় ১৫ কিমি গেলেই পৌঁছে যাবেন গোপালপুর সমুদ্র সৈকত । দিঘা বা পুরীর মতো এখানেও অনেক থাকার হোটেল বা গেস্ট হাউস আছে । তবে খাওয়া দাওয়া করতে হলে সমুদ্রের পাড়েই আছে নানা রকম খাবার হোটেল । এছাড়া পেয়ে যাবেন সমুদ্রের পাড়ে নানা রকম এঞ্জয়মেন্টের ব্যবস্থাও ।
তাই একটু হাওয়া বদল করতে ঘুরে আসুন উড়িষ্যার গোপালপুর সমুদ্র সৈকত ।
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে