নিজস্ব প্রতিনিধি , হুগলী – ফের রাজ্যের বুকে মর্মান্তিক মৃত্যু। হুগলীর সিঙ্গুরে নির্মীয়মান সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু ঘটলো দুই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুরে। ঘটনাস্থলে উপস্থিত হয় চাদমারি থানার পুলিশ ও চাদমারি দমকল কর্মীরা। দমকল ও পুলিশকর্মী এসেই মৃত দুই শ্রমিকের দেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। ইতিমধ্যে দেহ দুটি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সূত্রের খবর , মৃত দুই শ্রমিকের নাম গণেশ মান্না ও সুব্রত দাস। প্রায় ছয় মাস আগে ঐ সেপটিক ট্যাঙ্কটি বানানো হয়। এদিন বাঁশের ভাড়া খোলার জন্য সেপটিক ট্যাঙ্কে নামে ঐ দুই শ্রমিক। প্রথমে একজন নামে সেপটিক ট্যাঙ্কের ভিতরে, ভিতর থেকে কোনো সাড়া শব্দ না আসায় আর একজন শ্রমিকও নামে সেপটিক ট্যাঙ্কের ভিতরে। তারপর তিনিও অবচেতন হয়ে পরে ভিতরে। গ্রামবাসীর বিষয়টিতে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয় তারা। তারপরই ঘটনস্থলে উপস্থিত হয় পুলিশ ও চাদমারি দমকল কর্মীরা। দেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
দমকল কর্মীরা জানিয়েছেন, "বহুদিন ধরে সেপটিক ট্যাঙ্কটি বন্ধ হয়ে পরে থাকার জন্য ভিতরে কোনো বিষাক্ত গ্যাসের সৃষ্টির হয়েছিল। তার জন্যই যখন দুই শ্রমিক ভিতরে যায় তারা অবচেতন হয়ে পরেন। দেহ দুটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।"
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে তার ভাই আবেদন জানান