নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ফের নিষিদ্ধ কাপ সিরাফ পাচার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যাক্তি। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে ঘটেছে এই ঘটনা। বিপুল পরিমাণে নিষিদ্ধ সিরাপ বিক্রি করে কালো টাকা উপার্জনের পরিকল্পনায় ছিল ধৃত। গ্রেফতারের পর অভিযুক্তকে আদালতে পেশ করেছে পুলিশ।
সূত্রের খবর , গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট এলাকার এক ব্যাক্তিকে নিষিদ্ধ কাপ সিরাফ সহ গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি থেকে দার্জিলিং পালিয়ে যাওয়ার পথে পাচারকারীকে আটক করা হয়। ধৃতের নাম রহোন ছেত্রী। দার্জিলিংয়ের বাসিন্দা তিনি। মূলত কালো টাকা উপার্জনের লোভেই মোট ৩৬টি নিষিদ্ধ সিরাপ বিক্রি করার পরিকল্পনায় ছিলেন তিনি। রবিবার গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতেই ক্রেতার ছদ্মবেশে অভিযান চালায় পুলিশ। সেখানেই ধৃতকে হাতেনাতে ধরা হয়।
এপ্রসঙ্গে শিলিগুড়ি থানার পুলিশ জানিয়েছেন,'আমরা পূর্বেই গোপন সূত্রে এই পাচারের বিষয়ে জানতে পারি। তাই ছদ্মবেশ ধরে ক্রেতা সেজে অপরাধীকে গ্রেফতার এসেছিলাম। অভিযুক্তের বিরুদ্ধে "NDPS" ধারায় মামলা দায়ের করা হয়েছে'।