নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - নিতুড়িয়া সরবড়ি ও পারবেলিয়ায় বীজ সার ও কীটনাশকের দোকান পরিদর্শন নিতুড়িয়া ব্লক কৃষি দফতরের। সামনেই আসছে খারিফ মরশুম , বৃষ্টির ওপর নির্ভর করে পুরুলিয়ার কৃষকেরা এই মরশুমে আমন ধানের চাষ করবেন। তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে কৃষকরা।
বীজ সার কীটনাশক কিনতে শুরু করেছেন সরকারি লাইসেন্সপ্রাপ্ত ডিলারের কাছ থেকে। তাই বৃহস্পতিবার নিতুড়িয়া ব্লকের পারবেলিয়া ও সরবড়িতে অবস্থিত তিনটি দোকান পরিদর্শন করেন ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন।
তিনি বলেন , আমন ধানের মরশুম শুরু হয়ে গেছে। কৃষকেরা ধানের বীজ বিভিন্ন প্রকার সার, কীটনাশক কিনতে শুরু করেছেন। প্রতি বছরের মত এ বছরেও নিতুড়িয়া ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে সরকারি লাইসেন্স প্রাপ্ত প্রতিটি ডিলারের কাছে যাওয়া হচ্ছে। কৃষকেরা যে সমস্ত কৃষি উপকরণ কিনছেন , তার গুনগত মান ঠিক ঠাক আছে কিনা তা দেখার জন্য।
তিনি আরও বলেন , সেজন্য প্রতিটি উপকরণের নমুনা সংগ্রহ করে বিভিন্ন গবেষনাগারে পাঠিয়ে , তা যাচাই করে সঠিক তথ্য ডিলারের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে। কৃষক যাতে সঠিক গুনমানের কৃষি উপকরণ পেতে পারে সেজন্যই কৃষি দফতরের এই উদ্যোগ।
নিতুড়িয়া ব্লকের সহ- কৃষি আধিকারিক পরিমল বর্মন বলেন , বীজের নমুনা পাঠানো হয় বাঁকুড়া কৃষি ভবনের বীজ পরীক্ষাগার কেন্দ্রে এবং মেদিনীপুর কৃষি ভবনে পাঠানো হয় সার ও কীটনাশকের নমুনা। কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে নিতুড়িয়া ব্লক কৃষি দফতর সর্বদাই কৃষকের সঙ্গে থেকেছে , এবছরেও তার ব্যাতিক্রম হবে না।
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট