নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - সামান্য মাছ নিয়ে বচসা। রাতের অন্ধকারে মাছ চুরির অপরাধে প্রহার করা হয় দীপক বাউরিকে। নিতুরিয়া থানার দীঘা পঞ্চায়েত এলাকার গোয়ালাডি গ্রামের ঘটনা। ঘটনার দশদিন পর মঙ্গলবার সকালে ঝাড়খন্ডের রাঁচি শহরের এক বেসরকারি হাসপাতালের মৃত্যু হয় দীপকের। সেখানেই ময়নাতদন্ত সেরে মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ বাড়িতে আনা হয়। এদিন গোয়ালাডি গ্রামে গিয়ে দেখা গেল ঘটনার জেরে গ্রাম একেবারে শুনশান , থমথমে পরিবেশ।
উল্লেখ্য , ৩১ শে অগাষ্ট দীপক অভিযোগপত্র জমা দেয় নিতুরিয়া থানায়। অভিযোগ পত্রে দীপক লেখে গোয়ালাডি গ্রামে খাসপুকুর নামে একটি ষোলআনার পুকুর রয়েছে। বর্তমানে গ্রামেরই ছেলে প্রণব বাউরি ডাক নিয়ে ওই পুকুরে মাছ চাষ করে। অভিযোগ , ২৬ শে অগাষ্ট আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ মাছ চুরির অভিযোগে গ্রামের দুই যুবক সুভাষ বাউরি ও ঋষিময় বাউরি একা পেয়ে দীপক বাউরিকে কিল , চড় , ঘুষি মারার পাশাপাশি , লাঠি দিয়ে পিঠে ও মাথায় আঘাত করে।
সেই সময় পুকুর থেকে চলে আসার সময় সুভাষ ও ঋষিময় দীপককে প্রানে মারারও হুমকিও দেয় বলে অভিযোগ। অভিযুক্তরা যাতে আইনত সাজা পায় সেই আবেদন করে দীপক। অভিযোগ পেয়ে ৩১শে আগষ্ট আইপিসি আ্যক্ট অনুযায়ী ৩২৩ , ৩২৫ , ৫০৬ এবং ৩৪ নম্বর ধারায় মামলা দায়ের করে নিতুরিয়া থানার পুলিশ। অবশেষে মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর সকালে রাঁচী শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দীপক।
ঘটনার কারণে ক্ষোভে ফুঁসছে দীপকের পরিবার। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। অন্যদিকে , মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত সুভাষ বাউরি ও দ্বাদশ শ্রেনীর ছাত্র ঋষিময় বাউরিকে গোয়ালাডি গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , অভিযুক্তদের বুধবার কোর্টে পেশ করা হবে।
ইতিহাসের পাতায় নাম লেখাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
রবিবার ৮ ঘণ্টারও বেশি সময় ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মধ্যে লড়াই চলে
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
গতকাল যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল এটি তারই উত্তরপত্র
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
ANM & GNM প্রস্তুতিতে আজ পরিবেশবিদ্যা
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে