নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - নিম্নচাপের ফলে দু-একদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও চাষের উপযোগী বৃষ্টি এখনও হয় নি। সারা জেলা জুড়ে বৃষ্টির অভাবে চাষবাস থমকে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এবছর পুরুলিয়া জেলায় বৃষ্টির অভাবে কৃষকেরা আমন ধানের চাষ করতে পারেননি। অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। হঠাৎই একটা বৃষ্টি পাওয়ায় কৃষকেরা মাঠে নেমেছেন। বেশকিছু চারার বয়স ষাট থেকে সত্তর দিন হয়ে গেছে , এমনকি কোথাও কোথাও আশি পঁচাশি দিনের চারা রোপণ করতে দেখেন কৃষি দফতরের বিশেষ সচিব হৃষীকেশ মুদি।
শনিবার নবান্ন থেকে রওনা হয়ে সোজা চলে আসেন পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকে। এলাকায় এলাকায় ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলেন। তিনি নিতুড়িয়া ব্লকের গড়পঞ্চকোট , গোবাগ , জনার্দনডি , আঁকদুয়ারা মৌজাতে যান। বীজতলা থাকা সত্ত্বেও বৃষ্টির অভাবে চারা লাগানোর কাজটি কৃষকরা যে করতে পারেননি , নিজের চোখে তা দেখেন বিশেষ সচিব।
এলাকার কৃষক বাবলু মন্ডল , পিন্টু মন্ডল , তরনী কৈবর্ত্য , নিত্যলাল মন্ডলেরা বলেন , 'এবছর বৃষ্টি পরিমান মতো পেলাম না , তাই চারা লাগাতে পারিনি'। বিশেষ সচিব হৃষীকেশ মুদি তাদের বাংলা শস্য বীমার আবেদন করতে পরামর্শ দেন। এছাড়াও রবি মরশুমে মাটির রসকে কাজে লাগিয়ে সরষে , মুসুরি , খেসারী চাষের পরামর্শ দেন কৃষকদের।
নিতুড়িয়া ব্লকের সহ-কৃষি অধিকর্তা পরিমল বর্মন বলেন , এবছরে আমন মরশুমে বৃষ্টির ঘাটতি এখনও প্রায় পঞ্চাশ শতাংশ। মাঝে মধ্যে অল্পবিস্তর বৃষ্টি পাওয়া গেলেও , তা যথেষ্ট নয়। বহাল জমিতে কিছুটা চারা রোপণ করা গেলেও বাইদ ও কানালী জমিতে করা যায়নি। এরকম একটা পরিস্থিতিতে বিশেষ সচিব সরেজমিন পরিদর্শন করেন। এলাকার কৃষকদের পরামর্শ দেন এবং কৃষি দফতরকে কৃষকদের পাশে দাঁড়ানো , তাদের শস্য বীমা প্রকল্পের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন।
পরিমল বর্মন আরও জানান , বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় একশো শতাংশ কৃষককে নিয়ে আসার সবরকম প্রচেষ্টা করা হয়েছে। এখনও পর্যন্ত ৮০ শতাংশ কৃষক এসেছেন। আগামী ৩১ শে আগষ্ট-এর মধ্যে বাকিটা হয়ে যাবে। এরপর বিশেষ সচিব রঘুনাথপুর ১ নং, ২ং ও পাড়া ব্লকেরও বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন নিতুড়িয়া , রঘুনাথপুর ১নং , ২নং ও পাড়া ব্লকের কৃষি আধিকারিক ও বিডিওরা এবং মহকুমা কৃষি দফতরের আধিকারিক অধিকারী মুর্মু।
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়