ওয়াশিংটন পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেপ্টেম্বর ২৪, ২০২৩ দুপুর ০৩:১২ IST
650ff64d7049a_Screenshot_2023-09-20-19-27-27-92_680d03679600f7af0b4c700c6b270fe7

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ও অনুষ্ঠানে যোগদানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৬ টায় পৌঁছান তিনি। ওয়াশিংটন পৌঁছালে সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

সূত্রের খবর, এর আগে দুপুর ১২ টায় প্রধানমন্ত্রীর নিউইয়র্কে সফরকালীন আবাসস্থল দ্য লোটে থেকে গাড়িতে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। আগামী ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন। আর ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন এবং ৪ অক্টোবর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

ভিডিয়ো

Kitchen accessories online