নিজস্ব প্রতিনিধি , কলকাতা – নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সিবিআই ধীর গতিতে করছে। এতেই তীব্র বিরক্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারের পর মঙ্গলবারও সিবিআইকে কড়া কথা শোনালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় কী করে ‘এক গুচ্ছ বোকারা’ রয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সিবিআই নিয়ে এবার প্রধানমন্ত্রীর দফতরেও নালিশ করার চিন্তাভাবনা করছেন বলে এ দিন জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সূত্রের খবর, বিচারপতির নির্দেশ মেনে মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলার যে কেস ডায়েরি আদালতে জমা করে সিবিআই। সেই কেস ফাইল নিয়ে অসন্তুষ্ট বিচারপতি। সব ফাইল দেখে সিবিআইকে তীব্র ভর্ৎসনা করেন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি বলেন , ‘৩৫ বছর আগে কেবল ল্যঙ্গুয়েজ ব্যবহার হত। সেই ধারাই চলছে। শুধু কপি করেছে। দাঁড়ি কমা মিলিয়ে লিখে দিয়েছে সিবিআই!একজনের বক্তব্য আরেকজনের মুখে বসানো হয়েছে!”
সেইসঙ্গে এদিনও নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে সিবিআই আধিকারিকদের আঁতাতের প্রসঙ্গ টেনে আনেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পর্যবেক্ষণ, সিবিআই নিজেই অপরাধীদের ঢাকার চেষ্টা করছে, রিপোর্ট দেখে সেটাই মনে হচ্ছে। এরপরই গোটা বিষয়টা প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর হুঁশিয়ারি দেন তিনি। শুনানি চলাকালীন বলেন, ‘আমার মনে আছে পার্থ চট্টোপাধ্যায় বেশ কিছু জায়গায় সই করেন। মিথ্যে রিপোর্ট। এবার প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সময় এসেছে। বলব সিবিআই কিছুই করছে না। আপনার অফিসাররা শিশু নয়। জানে কী করতে হয়।’
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের