নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গতকালের পর আজও উত্তাল সল্টলেকের স্বাস্থ্য ভবন এলাকা। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিকে উপেক্ষা করেই নিজেদের গর্জনে তুলকালাম পরিস্থিতি তৈরি করেছে নার্সিং চাকরি প্রার্থীরা। যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন জারি থাকবে বলে হুঙ্কার বিক্ষোভকারীদের। এমনকি আজকের এই বিক্ষোভে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের ধস্তাধস্তির জেরে এক পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পরায় আরও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে।
গতকাল থেকে লাগাতার বিক্ষোভে সোচ্চার হয়েছে নার্সিং চাকরি প্রার্থীরা। তাদের অভিযোগ,'নিয়োগের জন্য যে প্যানেল তৈরি করা হয়েছে, সেখানে এমন অনেকের নাম রয়েছে যাঁদের রেজিস্ট্রেশনই নেই। নিয়ম বহির্ভূত ভাবে চল্লিশোর্ধ্ব অনেকে চাকরি পেয়েছেন। কম নম্বর পাওয়া সত্ত্বেও নিয়োগ করা হয়েছে অনেককে'।
'শুধু তাই নয়, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে পাশ করা ছাত্রীরা এখনও চাকরি পাননি কিন্তু ২০২১ সালে পাশ করে চাকরি পেয়েছেন অনেকেই। করোনাকালে পাশ করায় ২০২১ সালে উত্তীর্ণদের নম্বরও অনেকটা বেশি। আগে উত্তীর্ণরা নিয়োগ নিয়ে অনিশ্চতায় ভুগছেন। তাঁদের দাবি না মানা পর্যন্ত এই বিক্ষোভ-আন্দোলন জারি থাকবে'।
গতকাল থেকে চলা এই বিক্ষোভের রাশ টানতে মঙ্গলবার আগেভাগেই স্বাস্থ্য দফতরের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। তৈরি করা হয়েছিল ব্যারিকেড। এমনকি এলাকায় উপস্থিত ছিল পুলিশ ভ্যানও। কিন্তু পুলিশের এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও আন্দোলনকারীদের ধাক্কায় ব্যারিকেড ভেঙে একজন চাকরিপ্রার্থী স্বাস্থ্য দফতরে ঢুকে যায়। যদিও স্বাস্থ্য দফতরে প্রবেশ করতে পারলেও আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেনি তারা।
এরপরই চেষ্টা বিফলে যেতেই ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় বিক্ষোভকারীদের। এই বচসায় একজন পুলিশ কর্মী রাস্তায় পরে গেলে মুহুর্তের মধ্যে তৈরি হয় রণক্ষেত্র পরিস্থিতি। আরও জোরালো হয় দু'পক্ষের হাতাহাতি। এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তপ্ত রয়েছে স্বাস্থ্য দফতর।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
উত্তরবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে বিশ্ব যোগা কাপে অংশ নিয়েছিলেন তিনি
প্রথম দিন পরীক্ষা দিলেও দ্বিতীয় দিনে একজন পড়ুয়াও আসেনি
ভারি বৃষ্টি হতেই ২০১৭ সালের বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার মানুষ
মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে ২৫ লক্ষ টাকা অনুদান আমির খানের
পুরসভার মহিলা কর্মীদেরকেও ধরে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে