নিজস্ব প্রতিনিধি , হাওড়া – নিয়োগের দাবিতে ফের উত্তপ্ত শহর। আরও একবার নিয়োগের দাবি জানিয়ে রাস্তায় চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় আন্দোলন কারীদের।
সূত্রের খবর , মঙ্গলবার সকালে গ্রুপ ডি র চাকরিপ্রার্থীরা নবান্ন অভিযানের ডাক দেয়। হাওড়ার কাজী পাড়া থেকে মিছিল করে নবান্ন যাওয়ার কথা ছিল আন্দোলন কারীদের। সকাল থেকেই চাকরিপ্রার্থীরা জড়ো হতে শুরু করেন কাজী পাড়া মোড়ে।স্লোগান তোলেন তারা। এই অভিযান রুখতে তৎপর ছিল পুলিশও।পুলিশ প্রথমেই আটকে দেয় তাদের।
প্রথমে পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বাকযুদ্ধ লেগে যায়। পুলিশ মিছিল হটিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আন্দোলন কারীরা সরে যেতে নারাজ ছিল। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ তারপর চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে। কয়েক মিনিটের মধ্যেই ফাঁকা করে দেওয়া হয় জায়গা।
একজন চাকরিপ্রার্থী বলেন, “আমরা এতদিন মাতঙ্গিনী হাজরার তলায় বসে রয়েছি। আমাদের চাকরি প্রয়োজন। আমাদের চাকরি বিক্রি হয়ে গিয়েছে। ছটা পুজো আমাদের পার হয়ে গিয়েছে। আমাদের শুধু চাকরি ফিরে দিন।”
অপরদিকে সল্টলেকে এপিসি ভবনের সামনে ২০১৪ এর পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড চাকরি প্রার্থীরা বিক্ষোভ করতে মিছিল করে এগিয়ে আসে। কিন্তু এপিসি ভবনে পৌঁছাবার আগেই সল্টলেকে জিডি বাস স্ট্যান্ডে আটক করলো বিধাননগর পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় চাকরি প্রার্থীদের নিয়ে যাওয়া হয়।থানার মধ্যেই বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।তাদের দাবি ১৬৫০০ নিয়োগে বঞ্চিত ২০১৪ এর প্রাথমিক টেট উর্তীর্নদের নিয়োগ দিতে হবে।নট ইনকলুডেড অবশিষ্ট সমস্ত ডিএলএড চাকরিপ্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। না হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। তাদের অভিযোগ পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে নিয়োগ করছে।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর