নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আজ নজরুল জয়ন্তী।ভারতের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৩ তম জন্মজয়ন্তী।প্রত্যেক বছরই এই দিনে নজরুল ইসলামকে সম্মান জানাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল জয়ন্তী অনুষ্ঠিত হয়।বিংশ শতাব্দীর অন্যতম কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন কাজী নজরুল ইসলাম।
তিনি ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৪ মে অবিভক্ত ভারতের চুরুলিয়ার এক ইসলামিক পরিবারে জন্মগ্রহণ করেন।তবে তিনি সম্পূর্ণ রূপেই ধর্ম নিরপেক্ষ ছিলেন।নজরুল ইসলাম যেমন একদিকে নিজের লেখক সত্ত্বা প্রকাশ করেছিলেন।ঠিক তেমনই তিনি ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতেও যোগ দিয়েছিলেন।
তবে তিনি কবি বা সেনাবাহিনীতে কাজ করার সঙ্গে সঙ্গেই , তার দীর্ঘ জীবনে তিনি সাংবাদিকতা , চলচ্চিত্র পরিচালনা , সিনেমায় অভিনয় , সঙ্গীতজ্ঞ , সঙ্গীত পরিচালকের ভূমিকাও পালন করেছেন।
পাশাপাশি তিনি রাজনীতিতেও নিজের অবস্থান করে নিয়েছিলেন।ভারতীয় কংগ্রেসে তিনি যোগ দিলেও , পরবর্তীতে তিনি নিজেই নিরপেক্ষ ভাবে নির্বাচনে লড়াই করেছিলেন।
তবে এবার জানুন এক নজরুল প্রেমীর কথা।কালনা শহরের ১১ নম্বর ওয়ার্ডের কাঁসারি পাড়ার বাসিন্দা দীপঙ্কর সাহা , বেশ কয়েকবছর আগেই শিক্ষকতার চাকরি থেকে অবসর নিয়েছেন।কিন্তু তার নজরুল প্রেম নজর কেড়েছে সকলের।
গত ৫ বছর ধরে এই ২৪ মে তে কালনা শহরের অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের সামনে , ব্রোঞ্জের কাজী নজরুল ইসলামের মুর্তিকে শাবান-শ্যাম্পু দিয়ে পরিস্কার করেন।তারপর ধূপ-ধুনো দিয়ে পুজো করেন তার প্রিয় কবিকে।
তবে শুধু নজরুল ইসলামের জন্মদিনেই নয় , এই ৬৭ বছরের প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রত্যেক বৃহস্পতিবার সকাল ও সন্ধেয় সাবান, শ্যাম্পু ও জল দিয়ে সেই মূর্তি নিজের হাতে পরিস্কার করেন।
দীপঙ্কর সাহার কথায় , তিনি ছোট থেকেই কাজী নজরুল ইসলামের কবিতা , গান শুনে বেরে উঠেছেন।তার মা এবং মাসির তত্ত্বাবধানেই তার নজরুল প্রীতি জেগে ওঠে।নজরুল ইসলামের কবিতা , গান তার মনে দেশাত্মবোধের সঞ্চার করেছিল।আর সেই শ্রদ্ধার থেকেই তিনি বিদ্রোহী কবির মুর্তি নিজে হাতে পরিস্কার করে , তাকে দেবতা রুপে পুজো করেন।
চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত সিপিআইএম নেতা বিমান বসু , কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী
ইস্তফা ঘোষণার পরে রাতেই রাজ্যপালের কাছে পাঠিয়ে দিলেন পদত্যাগ পত্র
ঊর্ধ্বমুখী রুপোর দাম
ফের নিম্নমুখী সোনার দাম
শেষবার জোরে বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কপিল দেব
ডেঙ্গু মোকাবিলায় বিপুল কর্মী নিয়োগ
শিক্ষিক-শিক্ষিকা ও পড়ুয়া সহ প্রায় ৪০ জনেরও বেশি মানুষের রক্তদান
আইসিসির ক্রমতালিকায় ফের বিরাটকে ছাপিয়ে গেলেন পাক অধিনায়ক
মৌলালি রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার আগেই গ্রেফতার একাধিক
বাদশার তাক লাগানো এন্ট্রিতে মুগ্ধ গোটা পুলিশ মহল
গাড়ি নয় , সাইকেল সহ স্কুটারে করেই চলছে দেদার কয়লা পাচার
উত্তর-পূর্ব রেলে জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে ২০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ম্যাচের শেষে ফলাফল ২১-১২, ২১-১৭
ম্যাচের শেষে ফলাফল ২১-১৩, ২১-১৭