নিজস্ব প্রতিনিধি , হাওড়া - একই তো রাজ্যজুড়ে কারখানার অচলাবস্থা। এবারে সোজাসুজি একটি কারখানা বন্ধের নির্দেশ দিল খোদ মন্ত্রী। শুধু তাই নয়, এমনকি খোদ মন্ত্রীর অফিসে ডেকে পাঠিয়ে ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় , "যা দিচ্ছি, তাই নিয়ে কারখানা ছেড়ে দে', তাও আবার পুলিশের সামনে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়ার কদমতলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , মধ্য হাওড়ার কাসুন্দিয়া এলাকার বাসিন্দা মানস রায় ও তার স্ত্রী মৌমিতা রায়। শিবপুর বিধানসভা কেন্দ্রের কামারডাঙ্গা এলাকায় তাদের পারিবারিক জমি রয়েছে। সেখানেই বহু বছর ধরে তাদের লোহার ফেব্রিকেশনের ব্যবসা। এই জমি নিয়ে তাদের শরিকি বিবাদ রয়েছে। গতবছর পুজোর পর থেকে সেই জমি নিয়ে বিবাদ শুরু হয় পরিবারে।
অভিযোগ, জমি সংক্রান্ত শরিকি বিবাদের জেরে গত ৩ মে, ওই ব্যবসায়ীকে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির অফিসে ডেকে একজনকে মন্ত্রী সাজিয়ে কম দামে কারখানার স্বত্ব ছেড়ে দিতে বলে হুমকি দেওয়া হয়। তবে তিনি রাজি না হওয়ায়, মঙ্গলবার দাশনগর থানায় ডেকে বসিয়ে রাখা হয় ওই ব্যবসায়ীকে। সেই ফাঁকে বিধায়ক অনুগামীরা গিয়ে কারখানা সিল করে দেয় বলে ব্যবসায়ীর অভিযোগ। এরপর যদিও মুখ্যমন্ত্রীকে মেল করে অভিযোগ জানানোর পর, গতকাল পুলিশ দিয়ে সিল খুলে দেয়।
এই নিয়ে অভিযুক্ত তৃণমূল নেতা মুখ খুলেননি।সেই সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানান, "কোনরকম অপরাধমূলক কাজ দল বরদাস্ত করে না। কেউ জড়িত থাকলে পুলিশ ব্যবস্থা নেবে। তবে দলে তাকে কেউ কিছু জানায়নি"।
ওই ব্যবসায়ীর স্ত্রী মৌমিতা রায় জানান ," তারা আতঙ্কে রয়েছেন। শরিকি ঝামেলা আলোচনার মাধ্যমে অথবা আইনি পথে সমাধান হবে। কিন্তু রাজনৈতিক দল কেন আসবে এই প্রশ্ন তোলেন। কারখানা বন্ধ হয়ে গেলে ওই কারখানার ১২ জন শ্রমিক খাবে কী? তিনি আরও বলেন, পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক