নিজামুদ্দিনে নামাজে না কেন্দ্রের

এপ্রিল ১৫, ২০২১ দুপুর ১২:৪৮ IST
60771fd956f39_79522c6fd00527319ae31af8bcb10a0e

নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সোমবার দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে রমজান উপলক্ষে নিজামুদ্দিন মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়ার ২৪ ঘন্টা পার হতে না হতেই বদল হল সিদ্ধান্ত। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টের কাছে, সমস্ত ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়।

দিল্লি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে রমজান উপলক্ষে নিজামুদ্দিনে নামাজ পরার আবেদন জানানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে। এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র সরকার জানায়, পুলিশের কাছে ২০০ জনের নামের তালিকা জমা দিতে হবে, সেখান থেকে যেকোনো ২০ জনকে বেছে প্রবেশাধিকার দিতে পারবে ওয়াকফ বোর্ড।

জমায়েতে নিষেধাজ্ঞা প্রসঙ্গে দিল্লি আদালত প্রশ্ন করে, হরিদ্বারের মহাকুম্ভে জনসমাগম হওয়া সত্ত্বেও নিজামুদ্দিনে কেন এই সীমাবদ্ধতা? এর প্রেক্ষিতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত বদল করে জানিয়েছে, দিল্লি বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী যেকোনো ধর্মীয় স্থানেই জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ভিডিয়ো

Kitchen accessories online