"চিন্তা নেই, দিদি আছে", মন্তব্য অভিষেকের

এপ্রিল ১৩, ২০২১ বিকাল ০৫:০৮ IST
60757cb1c64f7_WhatsApp Image 2021-04-13 at 16.42.08

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান – মঙ্গলবার রায়না বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শম্পা লড়াক ধারার সমর্থনে জনসভা করলেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

সভায় উপস্থিত ছিলেন অলোক মাঝি, মমতাজ সঙ্ঘমিত্রা, বামদেব মণ্ডল, অসীম পাল, উজ্জ্বল প্রামাণিক সহ আরও অনেক ব্যক্তিবর্গ। 

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “যারা বাঙালির রক্তের বিনিময়ে নিজেদের লালসা পূরণ করতে চায় তাদেরকে আগামী দিন যোগ্য জবাব দেওয়া উচিত কি উচিত নয়, আপনারাই সিদ্ধান্ত নিন।“       

 

 

ভিডিয়ো