নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - দূর্গাপুর পুর্ব-পশ্চিম, পাণ্ডবেশ্বর ও রানীগঞ্জের চারটি বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীরা শনিবার সকালে মনোনয়নপত্র জমা দিলেন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। ‘টুম্পা সোনা’ গানের তালে ডিজে বাজিয়ে নাচতে নাচতে প্রায় উৎসবের কায়দায় মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা।
শনিবার সিটি সেন্টারের দলীয় কার্যালয় বিমল দাশ গুপ্ত ভবন থেকে মিছিলের সাথে ‘টুম্পা’ গানের প্যারোডি বাজিয়ে নাচতে নাচতে মনোনয়নপত্র জমা দিতে গেলেন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে। সঙ্গে ছিলেন একাধিক কর্মী-সমর্থকেরা।