নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - বিনা নোটিশে টোল প্লাজা খোলায় ধুন্ধুমার রায়গঞ্জে। বাস ও মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্মী ও টোলপ্লাজার কর্মীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল পানিশালা টোলপ্লাজা এলাকায়।ঘটনায় দু-পক্ষ মিলিয়ে মোট আহত হয়েছেন ৪ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে , শুক্রবার না জানিয়ে হঠাত্ খুলে দেওয়া হয় টোল প্লাজা। এমনটাই জানাচ্ছেন উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। এরপর থেকে যে গাড়ি ওই টোল প্লাজা অতিক্রম করছে তাদের কাছ থেকে টোল চাওয়া হচ্ছে। তারই প্রতিবাদ করতে গেলে টোলপ্লাজার কর্মীরা তাদের উপর চড়াও হন ও মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনায় বাস ও মিনিবাস সংগঠনের ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দু-পক্ষ মিলিয়ে মোট আহত হয়েছেন ৪। পাল্টা বাস ও মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন টোল প্লাজার কর্মীরা। তাদের অভিযোগ পরিকল্পিতভাবে সংগঠনের লোকজন দলবল নিয়ে তাদের ওপর আক্রমণ করেন।দু'পক্ষের এই সংঘর্ষের ঘটনা সামাল দিতে ছুটে যায় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।আহতদের রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়।অন্যদিকে এই ঘটনায় আগামীকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস ও মিনিবাস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ কর্মীদের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও