নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থী। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রার্থী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শূন্যপদ
মোট শূন্যপদ - ৪৯৪০ টি
১)স্টাফ নার্স - ৩৪২৮ টি
২) মেডিকেল টেকনোলজিস্ট - ৩২৪ টি
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ১১৮৮ টি
শিক্ষাগত যোগ্যতা
১)স্টাফ নার্স - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং অথবা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে (জিএনএম) ৩ বছরের কোর্সে উত্তীর্ণ নার্স, এবং মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেট অথবা বিএসসি ( নার্সিং) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
২)মেডিক্যাল টেকনোলজিস্ট - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - এমবিবিএস উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়স
১)স্টাফ নার্স - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মূল বেতন
১) স্টাফ নার্স - ১৭,২২০ টাকা।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ১৭,২২০ টাকা।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ৪০,০০০ টাকা।
প্রার্থী বাছাই - প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।
ইন্টারভিউ তারিখ - ১১.০৫.২০২১ থেকে ২০.০৫.২০২১ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে ।
বিশদে জানতে https://www.wbhealth.gov.in/pages/career ওয়েবসাইটে নজর রাখুন।
ECIL ৭০ জন ছেলেমেয়েকে টেকনিক্যাল অফিসার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৬০৮ জন ট্রেড ও ফ্রেশার অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে
AIESL – এ এয়ারক্রাফট টেকনিশিয়ান ও এভিওনিক্স পদে ১৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ইস্পাত জেনারেল হাসপাতাল নার্স ও ফার্মাসিস্ট পদে ৭৩ টি শূন্যপদে নিয়োগ করছে
শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, অফিসার ও ইনস্পেক্টর পদে ২৪ টি শূন্যপদে নিয়োগ করছে
হরিয়ানা রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে ১৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে
AAICLAS – এ সিকিওরিটি স্ক্রিনার পদে ২৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ITBP- তে কনস্টেবল পদে ৮১ জন ছেলেমেয়েকে মিডওয়াফারি ট্রেডে নিয়োগ করা হচ্ছে
IDBI ব্যাংকে এক্সিকিউটিভ পদে ১,০৩৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে
NLC - তে ৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে
মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে লাইব্রেরীয়ান পদে ৩৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে
ভারত ডাইনামিকস লিমিটেডে প্রোজেক্ট ইঞ্জিনয়ার ও প্রোজেক্ট অফিসার পদে ১০০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে
ভারতীয় বায়ুসেনাবাহিনী টেকনিক্যাল, নন-টেকনিক্যাল পদে ২৭৬ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন নারী এবং ১১ জন পুরুষ পরীক্ষার্থী আছে
NTPC অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩০০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করছে