রাজ্য সরকারের পক্ষ থেকে বিশাল শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি

মে ১০, ২০২১ রাত ১০:৪০ IST
60996398e6771_WhatsApp Image 2021-05-10 at 10.14.48 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থী। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রার্থী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শূন্যপদ 
মোট শূন্যপদ - ৪৯৪০ টি
১)স্টাফ নার্স - ৩৪২৮ টি
২) মেডিকেল টেকনোলজিস্ট - ৩২৪ টি
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ১১৮৮ টি

শিক্ষাগত যোগ্যতা
১)স্টাফ নার্স - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং অথবা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে (জিএনএম) ৩ বছরের কোর্সে উত্তীর্ণ নার্স, এবং মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেট অথবা বিএসসি ( নার্সিং) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।

২)মেডিক্যাল টেকনোলজিস্ট - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

৩) জেনারেল ডিউটি ডাক্তার - এমবিবিএস উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

বয়স
১)স্টাফ নার্স - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।  

মূল বেতন
১) স্টাফ নার্স - ১৭,২২০ টাকা।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ১৭,২২০ টাকা।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ৪০,০০০ টাকা।

প্রার্থী বাছাই - প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।

ইন্টারভিউ তারিখ - ১১.০৫.২০২১ থেকে ২০.০৫.২০২১ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে ।

বিশদে জানতে https://www.wbhealth.gov.in/pages/career ওয়েবসাইটে নজর রাখুন।

আরও পড়ুন

ECIL – এ ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ
মে ২৯, ২০২৩

ECIL ৭০ জন ছেলেমেয়েকে টেকনিক্যাল অফিসার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে

সেন্ট্রাল কোল ফিল্ডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ
মে ২৭, ২০২৩

সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৬০৮ জন ট্রেড ও ফ্রেশার অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে

AIESL – এ টেকনিশিয়ান পদে চাকরির সুযোগ
মে ২৭, ২০২৩

AIESL – এ এয়ারক্রাফট টেকনিশিয়ান ও এভিওনিক্স পদে ১৪০ টি শূন্যপদে নিয়োগ করা হবে

ইস্পাত জেনারেল হাসপাতালে নার্স ও ফার্মাসিস্ট পদে চাকরির সুযোগ
মে ২৭, ২০২৩

ইস্পাত জেনারেল হাসপাতাল নার্স ও ফার্মাসিস্ট পদে ৭৩ টি শূন্যপদে নিয়োগ করছে

SMPK তে বিভিন্ন পদে চাকরির সুযোগ
মে ২৬, ২০২৩

শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা অ্যাসিস্ট্যান্ট, ইঞ্জিনিয়ার, অফিসার ও ইনস্পেক্টর পদে ২৪ টি শূন্যপদে নিয়োগ করছে

HRIDC তে ম্যানেজার পদে চাকরির সুযোগ
মে ২৬, ২০২৩

হরিয়ানা রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) পদে ১৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে

AAICLAS – এ সিকিওরিটি স্ক্রিনার পদে নিয়োগ
মে ২৬, ২০২৩

AAICLAS – এ সিকিওরিটি স্ক্রিনার পদে ২৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে

ITBP- তে মাধ্যমিক পাশে নার্সিং কনস্টেবল পদে নিয়োগ
মে ২৫, ২০২৩

ITBP- তে কনস্টেবল পদে ৮১ জন ছেলেমেয়েকে মিডওয়াফারি ট্রেডে নিয়োগ করা হচ্ছে 

IDBI ব্যাংকে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
মে ২৫, ২০২৩

IDBI ব্যাংকে এক্সিকিউটিভ পদে ১,০৩৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে

NLC - তে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে
মে ২৪, ২০২৩

NLC - তে ৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে 

মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে লাইব্রেরীয়ান পদে চাকরির সুযোগ
মে ২৪, ২০২৩

মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে লাইব্রেরীয়ান পদে ৩৬ টি শূন্যপদে নিয়োগ করা হবে

BDL – এ প্রোজেক্ট ইঞ্জিনিয়ার ও অফিসার পদে চাকরির সুযোগ
মে ২৩, ২০২৩

ভারত ডাইনামিকস লিমিটেডে প্রোজেক্ট ইঞ্জিনয়ার ও প্রোজেক্ট অফিসার পদে ১০০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে 

ইন্ডিয়ান এয়ারফোর্সে ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ
মে ২৩, ২০২৩

ভারতীয় বায়ুসেনাবাহিনী টেকনিক্যাল, নন-টেকনিক্যাল পদে ২৭৬ জন ছেলেমেয়ে নিয়োগ করছে

প্রথম চারে নেই পুরুষ, দেশের সবচেয়ে সেরা চাকরিতে জয়জয়কার নারীদের
মে ২৩, ২০২৩

প্রথম ২৫ জনের মধ্যে ১৪ জন নারী এবং ১১ জন পুরুষ পরীক্ষার্থী আছে

NTPC তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ
মে ২২, ২০২৩

NTPC অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩০০ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করছে

ভিডিয়ো