রাজ্য সরকারের পক্ষ থেকে বিশাল শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি

মে ১০, ২০২১ রাত ১০:৪০ IST
60996398e6771_WhatsApp Image 2021-05-10 at 10.14.48 PM

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থী। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রার্থী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শূন্যপদ 
মোট শূন্যপদ - ৪৯৪০ টি
১)স্টাফ নার্স - ৩৪২৮ টি
২) মেডিকেল টেকনোলজিস্ট - ৩২৪ টি
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ১১৮৮ টি

শিক্ষাগত যোগ্যতা
১)স্টাফ নার্স - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং অথবা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে (জিএনএম) ৩ বছরের কোর্সে উত্তীর্ণ নার্স, এবং মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেট অথবা বিএসসি ( নার্সিং) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।

২)মেডিক্যাল টেকনোলজিস্ট - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

৩) জেনারেল ডিউটি ডাক্তার - এমবিবিএস উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

বয়স
১)স্টাফ নার্স - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।  

মূল বেতন
১) স্টাফ নার্স - ১৭,২২০ টাকা।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ১৭,২২০ টাকা।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ৪০,০০০ টাকা।

প্রার্থী বাছাই - প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।

ইন্টারভিউ তারিখ - ১১.০৫.২০২১ থেকে ২০.০৫.২০২১ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে ।

বিশদে জানতে https://www.wbhealth.gov.in/pages/career ওয়েবসাইটে নজর রাখুন।

ভিডিয়ো

Kitchen accessories online