নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। বিশাল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে প্রার্থী। রাজ্যের সরকারি হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রার্থী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শূন্যপদ
মোট শূন্যপদ - ৪৯৪০ টি
১)স্টাফ নার্স - ৩৪২৮ টি
২) মেডিকেল টেকনোলজিস্ট - ৩২৪ টি
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ১১৮৮ টি
শিক্ষাগত যোগ্যতা
১)স্টাফ নার্স - ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত স্কুল অফ নার্সিং অথবা অন্য কোনো ইনস্টিটিউশন থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে (জিএনএম) ৩ বছরের কোর্সে উত্তীর্ণ নার্স, এবং মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেট অথবা বিএসসি ( নার্সিং) উত্তীর্ণরা আবেদন করতে পারবেন । ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে।
২)মেডিক্যাল টেকনোলজিস্ট - মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অথবা ডিপ্লোমা কোর্স উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - এমবিবিএস উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান/ স্টেট মেডিক্যাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
বয়স
১)স্টাফ নার্স - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ০১.০১.২০২০ তারিখের মধ্যে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মূল বেতন
১) স্টাফ নার্স - ১৭,২২০ টাকা।
২) মেডিকেল টেকনোলজিস্ট - ১৭,২২০ টাকা।
৩) জেনারেল ডিউটি ডাক্তার - ৪০,০০০ টাকা।
প্রার্থী বাছাই - প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ।
ইন্টারভিউ তারিখ - ১১.০৫.২০২১ থেকে ২০.০৫.২০২১ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হবে ।
বিশদে জানতে https://www.wbhealth.gov.in/pages/career ওয়েবসাইটে নজর রাখুন।
রেল কোচ ফ্যাক্টরিতে (কাপুরথালা) ৫৫০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে
রেল ওয়েল ফ্যাক্টরিতে ১৯২ জন অ্যাপ্রেন্টিস পদে ছেলেমেয়ে নিচ্ছে
C-DAC- এ প্রজেক্ট অ্যাসোসিয়েট / ম্যানেজার / ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে ৫৭০ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
HPCL – এ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে১১৬ জন লোক নিয়োগ করা হবে
ISRO- তে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট (নন ইঞ্জিনিয়ারিং) অ্যাপ্রেন্টিস পদে১০০ জন লোক নিয়োগ করা হবে
DRDO এর অধিনস্ত INMAS এ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস পদে ৩৮ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
WBHRB রাজ্য সরকারি হাসপাতালে ১৪৬ টি শূন্যপদে ক্লিনিকাল ইন্সট্রাক্টর পদে ছেলেমেয়ে নিয়োগ করছে
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে ফরেস্ট অফিসার পদে ১৫০ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
কেন্দ্রের বিভিন্ন দফতরে গ্রুপ- এ ও গ্রুপ- বি পদে ১১০৫ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
SECL এ মাইনিং শিরদার ও DY. সুপারভাইজর পদে ৪০৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
মাধ্যমিক পাশে আসাম পুলিশে ২৫৩ টি শূন্যপদে জেল ওয়ার্ডার পদে নিয়োগ করা হবে
বর্ডার সিকিউরিটি ফোর্স সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, কনস্টেবল ও হেড কনস্টেবল পদে ৬৪ জন ছেলেমেয়ে নিয়োগ করছে
WAPCOS এ ১২০জন ফিল্ড সুপারভাইজার পদে নিয়োগ করছে